জ্বলদর্চি

অজানাকে জানুন--১৬/ অরিজিৎ ভট্টাচার্য্য

অজানাকে জানুন 
অরিজিৎ ভট্টাচার্য্য 
১৬ - তম পর্ব

১] "সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট " কতসালে কোথায় প্রতিষ্ঠিত হয়?
২] " ক্রিকেট মাই স্টাইল " গ্রন্থের রচয়িতা কে?
৩] " গান্ধী সাগর বাঁধ " কোন নদীর ওপর নির্মিত?
৪] ফ্রান্স কতসালে ' ইউরো কাপ ' জিতেছিল?
৫] "যুগলবন্দী " বইটির রচয়িতা কে?
৬] মহাদ্রবক কাকে বলা হয়?
৭] ভেলামেন কি?
৮] " টিনটিন চরিত্র " র স্রষ্টা কে?
৯] "আমার আমি " কোন বিখ‍্যাত অভিনেত্রীর আত্মজীবনী?
১০] " দানসাগর " গ্রন্থের রচয়িতা কে?
১১] " ইয়েন " কোন দেশের মুদ্রা?
১২] কে প্রথম "অশোকস্তম্ভ " লিপির পাঠোদ্ধার করেন?
১৩] মায়োপিয়া কোন অঙ্গের সঙ্গে সংশ্লিষ্ট?
১৪] করবেট ন‍্যাশনাল পার্ক কোন রাজ‍্যে অবস্থিত?
১৫] ২০১৭ সালে " পদ্মভূষণ "
( চিত্রকলা ) বিভাগে কে সম্মানিত হন?

অজানাকে জানুন 
অরিজিৎ ভট্টাচার্য্য 
১৫- তম পর্ব'র উত্তর

১]  MNO2 কি জাতীয় অনুঘটক?
উ: পজিটিভ অনুঘটক।
২] বিশ্বের কোন দেশে সবথেকে বেশি সোনা উৎপাদন হয়?
উ: দক্ষিণ আফ্রিকা।
৩] বালিতে যে উদ্ভিদ জন্মায় তাকে কি বলা হয়?
উ: স‍্যানোফাইটম।
৪] জি.ত্রস. টি সংবিধান সংশোধন বিল কোন রাজ‍্য প্রথম অনুমোদন করে?
উ: অসম।
৫] প্লেগ মহামারী শেষ স্মরণে ১৫৯১ সালে মহম্মদ কুতবশাহ 
কোন শৌধ নির্মান করেন?
উ: চরমিনার।
৬] রাওলাট আইন জারির সময় ভারতের ভাইসরয় কে ছিলেন?
উ: লর্ড চেমসফোর্ড।
৭] ঘন্টা তৈরীর " বেল মেটাল "
কোন ধাতু দিয়ে তৈরী?
উ: টিন ও তামা।
৮] ভারতে সেনা দিবস কবে পালিত হয়?
উ: ১৫ই জানুয়ারী।
৯] বিশ্ববিখ‍্যাত চিত্রপরিচালক 
সত‍্যজিৎ রায় কতসালে  "ভারতরত্ন " সম্মানে ভূষিত হন?
উ: ১৯৯২।
১০] কোন উদ্ভিদ সালোকসংশ্লেষে অক্ষম?
উ: স্বর্ণলতা।
১১] "এলবে " নদীর তীরে কোন শহর অবস্থিত?
উ- হামবুর্গ।
১২] ১৯১৭ সালে কোন বিখ‍্যাত বিপ্লব সংগঠিত হয়?
উ: নভেম্বর বিপ্লব।
১৩] "তিস্তা" নদীকে অন‍্য কি নামে ডাকা হয়?
উ: এাসের নদী।
১৪] " স্পীড পোষ্ট " আমার লেখা - আমিটি কোন ব‍িখ‍্যাত ব‍্যক্তি?
উ: শোভা দে।
১৫] প্রথম বিলাতযাত্রী কোন বাঙালি ছিলেন?
উ: রাজা রামমোহন রায়।

জ্বলদর্চি পেজে লাইক দিন👇


Post a Comment

0 Comments