জ্বলদর্চি

গুচ্ছ প্রেমের কবিতা ৪/বিশ্বরূপ ব্যানার্জী

গুচ্ছ প্রেমের কবিতা  ৪

বিশ্বরূপ ব্যানার্জী 

(১)
থাকবো না এই ঘূর্ণিপাকে,
কালিমপঙ আজ আমায় ডাকে,
দেখবো পাহাড়; ঠান্ডা বাতাস
করবে শীতল গরম গা' কে ।
মন ছুটবে মেঘের দেশে,
দেখতে পাবো তোমায় শেষে,
বলবো মনের সকল কথা,
চোখের জলে ভালোবেসে ।

(২)   

ভালো আছি বেশ মনের হরষে,
আকাশের মেঘ গায়ে এসে বসে,,
বলতে পারিনা যেই সব কথা ,
ভাবতে যে সব মনে জাগে ব্যথা,
সেই সব বলি গানে কবিতায়
যখনই আমার মন যেটা চায়,
নানা সুরে নানা বিচিত্র ঢঙে,
পাহাড়ের দেশ সুন্দর দেশ
কালিম্পঙে ।

(৩)

গোলাপের কলি ফুটে আছি আমি দূর হতে দেখো চেয়ে,
ছিঁড়ো না আমাকে দলো না দু হাতে
আমাকে কাছেতে পেয়ে ।
দূর হতে শুধু সুঘ্রাণ ই নাও পাবে
স্বর্গীয় সুধা,
আমি সুকোমল কি করে মেটাবো
তোমার প্রেমের ক্ষুধা ?

(৪)
তুমি আছো আজ ফুল হয়ে ফুটে
আমার জীবন জুড়ে,
দেখার ইচ্ছে খুবই জাগে মনে
মরি শুধু ঘুরে ঘুরে,
তুমি শুধু হাসো দূর হতে দেখে
আমার এই দুর্গতি 
বলো তুমি,"প্রিয় প্রেম কাম নয়,
স্বর্গীয় অনুভূতি " ।


(৫)
অলিকুল ছুটে আসে গোলাপের বাগে,
মন ভরে আছে সুমধুর অনুরাগে ,
 পাবে ঠিকই দেখা আকুল এ স্বপ্ন নিয়ে,
ব্যাকুলিত  মনে বিনিদ্র রাত জাগে ।


(৬)
হারাই হারাই তাই ভয় পাই
দূরে গেলে যদি দেখাই না পাই,
ফুল কলি বুঝি ভোরে ওঠে তাই,
জেগে থাকে তারা নিত্য,
দেখা না পাওয়ার বেদনা সদাই,
ভরায় তাদের চিত্ত ।


(৭)
কালিম্পঙেতে সোনালী আলোতে
নানা রঙ করে খেলা,
যেন সরোবরে ভেসে ভেসে আসে,
নানান রঙিন ভেলা,
এইখানে এসে দেখি ভালোবেসে,
রূপসী সে আসে বিচিত্র বেশে ,
মনে হয় যেন খুবই আনন্দে তার 
সাথে করি খেলা ।


(৮)
দেহ আছে তাই আছে দেহাতীত প্রেম,
সুন্দর দেহ সে তো নিকষিত হেম ,
বড়ো সুন্দরী বড়ো রূপবতী তুমি,
দেহ হীন প্রেম সেতো শুধু মরুভূমি,
মিছে রাগ করো বলি যে দেহের কথা,
দূরে চলে যাও, মনে দিয়ে বড়ো ব্যথা ।

(৯)
জানি একদিন যেতে হবে সব ছেড়ে
পাইনি যে প্রেম পারিনি তা নিতে কেড়ে,
এ হৃদয় জুড়ে তবু জানি তুমি আছো ,
মরু ওয়েসিসে জল থাকে থাকে গাছও,
ওয়েসিস হয়ে আসবে কি তুমি কাছে ?
কথা না বলার কথাও যে কিছু আছে ।
কথার মধ্যে দুই জন থাকে জানি ,
শুনবে না কিছু, বন্ধ রাখবে কানই ?

(১০)
কি যে জাদু ছিলো তোমার দু চোখে
ফেরাতে পারিনি চোখ ,
পিপাসায় ছাতি ফেটে যাচ্ছিলো,
জল দিলে দুই ঢোঁক ,
শান্তি দিয়েছো দুই এক দিন আসো
নি তো আর পরে ,
আরও একবার আসবে রূপসী 
মনটাকে দিতে ভরে ?

জ্বলদর্চি পেজে লাইক দিন👇

Post a Comment

0 Comments