জ্বলদর্চি

অজানাকে জানুন --১৮/অরিজিৎ ভট্টাচার্য্য

অজানাকে জানুন 
অরিজিৎ ভট্টাচার্য্য 
পর্ব- ১৮ 

১] ৩৪ টি ভাষায় পন্ডিত -বহু ভাষায় সাবলিল ব‍্যক্তির নামটি কী  জানেন?
২] "লৌহ মানব " কোন ব‍্যক্তিত্ব?
৩] কোন যন্ত্র ওস্তাদ আল্লারাক্ষা বাজাতেন?
৪] ২০০৩ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন?
৫] " এক্সপেরিমেন্টস ইন রিভিউলেশন " গ্রন্থটির রচয়িতা কে?
৬] " Captive Lady " কবিতাটির রচয়িতা কে?
৭] " স‍ত‍্যমেব জয়তে " কোন উপনিষদে আছে?
৮] " ওয়েলিংটন " কোন দেশের রাজধানী 
৯] " গিফট অফ দ‍্য নাইন " কোন দেশ কে বলা হয়?
১০] পৃথিবীর প্রথম ডিজিটাল কম্পিউটারের না কি?
১১] কোন খেলায় রেফারিই প্রধান ?
১২] ভারতের চালকবিহীন বিমানের নাম কি?
১৩] স্বাধীন ভারতের প্রথম বনসংরক্ষন নীতি কত  সালে চালু হয়?
১৪] ভারতের জাতীয় সংসদের স্থপতি কে?
১৫] " ট‍্যুরিং পুরস্কার " কার নামে নামাঙ্কিত?


অজানাকে জানুন
অরিজিৎ ভট্টাচার্য্য 
১৭ - তম পর্ব'র উত্তর

১] 'সত‍্যপীর ' কোন সাহিত‍্যিকের ছদ্মনাম নাম?
উ: সৈয়দ মুজতবা আলি।
২] বিখ‍্যাত 'ইন্ডিয়া ' গ্রন্থের রচয়িতা কে?
উ: নীরদ. সি.চৌধুরী।
৩] নিখিল ব‍ন্দ‍্যোপাধ‍্যায় কোন বাদ‍্যযন্ত্রের সঙ্গে জড়িত?
উ: সেতার।
৪] অলিম্পিক ফুটবল প্রথম কতসালে খেলা হয়?
উ: ১৯০৮।
৫] ত্রকদল গেরিলাকে কি বলা হয়?
উ: হাস্ক।
৬] চিন্দুইন কোন নদীর উপনদী?
উ: ইরাবতী।
৭] সবচেয়ে জনপ্রিয় কমেডি চলচ্চিত্র কোনটি?
উ: ফরেস্ট গাম্প।
৮] ' গিধা ' কোন রাজ‍্যের নৃত্যকলা?
উ: পাঞ্জাব ।
৯] প্রথম বাংলা সবাক চলচ্চিত্র কোনটি?
উ: জামাইষষ্ঠী।
১০] গোয়া রাজ‍্যটি কতসালে গঠিত হয় ?
উ: ১৯৮৭।
১১] 'নীল রঙ' কোন মহাদেশকে বোঝায়?
উ: ইউরোপ ।
১২] কানাডার রাষ্ট্রীয় প্রতীক কি?
উ: ম‍্যাপলা পাতা।
১৩] হাঙ্গেরির জাতীয় খেলা কি কি?
উ: সাঁতার ও ওয়াটার পোলো।
১৪] প্রাচীন গান্ধারের কোন লিপির প্রচলন ছিল?
উ: খরোষ্ঠি।
১৫] সামাস্থা ফক্স কীসের সঙ্গে যুক্ত?
উ: পপ মিউজিক।

জ্বলদর্চি পেজে লাইক দিন👇

Post a Comment

0 Comments