জ্বলদর্চি

অজানাকে জানুন-১৯/অরিজিৎ ভট্টাচার্য্য


অজানাকে জানুন
অরিজিৎ ভট্টাচার্য্য 
১৯- তম পর্ব

১] সমুদ্রতরঙ্গ কাজে লাগিয়ে ভারতের কোথায় বিদ‍্যুৎ উৎপাদন হয়?
২] কলহনের রচিত বিখ‍্যাত গ্রন্থটির নাম কি?
৩] "বৌদ্ধ ধর্ম " গ্রন্থটি অন‍্য কি নামে পরিচিত?
৪] বিশিষ্ট অভিনেতা অমল পালেকরের প্রথম ইংরেজি ছবিটির নাম কি?
৫] " শ্বেত বিপ্লবের " জনক কে?
৬] মুম্বাই হাইকোর্ট কতসালে প্রতিষ্ঠিত হয়?
৭] " যযাতি " কবিতাটি কার লেখা?
৮] পুর্তগীজ ভাষায় 'পেলে' কথাটির অর্থ কি?
৯] কোন দেশে প্রথম উগ্রপন্থা প্রতিরোধ আন্তর্জাতিক মিটিং অনুষ্ঠিত হয়?
১০] সাক্ষী মালিক কোন খেলার সঙ্গে যুক্ত?
১১] এক্সরের তরঙ্গ দৈর্ঘ‍্য কত?
১২] বিশ্বখ‍্যাত " গ্রীনিচ মান মন্দিরের" অবস্থান কোথায়?
১৩] কোন দেশ বিশ্বের 
উচ্চতম কারে সেতু বানিয়েছে?
১৪] ক‍্যালিপটার ছবির নায়িকা কে ছিলেন?
১৫] ২০১৪ সালে কে মিস ওয়ার্ সম্মানে ভূষিত হন?


অজানাকে জানুন 
অরিজিৎ ভট্টাচার্য্য 
১৮ - তম পর্বর উত্তর

১] ৩৪ টি ভাষায় পন্ডিত -বহু ভাষায় সাবলিল ব‍্যক্তির নামটি কী  জানেন?
উ: হরিনাথ দে।
২] "লৌহ মানব " কোন ব‍্যক্তিত্ব?
উ: সর্দার বল্লভভাই প‍্যাটেল।
৩] কোন যন্ত্র ওস্তাদ আল্লারাক্ষা বাজাতেন?
উ: তবলা।
৪] ২০০৩ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন?
উ: শিরিন এবাডি।
৫] " এক্সপেরিমেন্টস ইন রিভিউলেশন " গ্রন্থটির রচয়িতা কে?
উ: কুলদীপ নায়ার।
৬] " Captive Lady " কবিতাটির রচয়িতা কে?
উ: মাইকেল মধুসূদন দত্ত।
৭] " স‍ত‍্যমেব জয়তে " কোন উপনিষদে আছে?
উ: মুন্ডক।
৮] " ওয়েলিংটন " কোন দেশের রাজধানী 
উ: নিউজিল্যান্ড।
৯] " গিফট অফ দ‍্য নাইন " কোন দেশ কে বলা হয়?
উ: মিশর।
১০] পৃথিবীর প্রথম ডিজিটাল কম্পিউটারের না কি?
উ: এনিয়াক।
১১] কোন খেলায় রেফারিই প্রধান ?
উ: অসিযুদ্ধ।
১২] ভারতের চালকবিহীন বিমানের নাম কি?
উ: লক্ষ‍্য।
১৩] স্বাধীন ভারতের প্রথম বনসংরক্ষন নীতি কত  সালে চালু হয়?
উ: ১৯৫২।
১৪] ভারতের জাতীয় সংসদের স্থপতি কে?
উ: এডউইন ল‍্যান্ডসিয়ার লুটিয়েন্স।
১৫] " ট‍্যুরিং পুরস্কার " কার নামে নামাঙ্কিত?
উ: বিজ্ঞানী - গনিতজ্ঞ 
অ‍্যালান ট‍্যুরিং।

জ্বলদর্চি পেজে লাইক দিন👇


Post a Comment

2 Comments

  1. Miss World হবে মনে হচ্ছে ১৪নং প্রশ্ন

    ReplyDelete
    Replies
    1. ২০১৪ সাল,১৫ নম্বর প্রশ্ন

      Delete