জ্বলদর্চি

অজানাকে জানুন-২০/অরিজিৎ ভট্টাচার্য্য


অজানাকে জানুন
অরিজিৎ ভট্টাচার্য্য 
পর্ব - ২০ 

১] অভিজিৎ গুপ্ত কোন খেলার সঙ্গে যুক্ত?
২] ফ্রেডকোহেন কোন ভাইরাসের সন্ধান দেন?
৩] জাতীয় রিমোট সেন্সিং সেন্টার কোথায় অবস্থািত?
৪] অশোক কুমারের অভিনীত প্রথম সিনেমা কোনটি?
৫] সবচেয়ে হালকা নিস্ক্রিয় গ‍্যসটির নাম কি?
৬] ২০১০ সালে কমনওয়েলথ
গেমস কোথায় অনুষ্ঠিত হয়?
৭[ " সবার উপরে মানুষ সত‍্য"
-এই বিখ‍্যত উক্তিটি কার?
৮] মহীশুরের বর্তমান নাম কি?
৯] "বলিদান " নাটকটি কর লেখা?
১০] 'বরাকর ' কোন নদীর প্রধান শাখা?
১১] " সবুজ বিপ্লবের " জনক কে ছিলেন?
১২] "গাদ্দিস " উপজাতি কোন 
রাজ‍্যে দেখা যায়?
১৩] "কাদম্বরী " গ্রন্থটির রচয়িতা কে?
১৪] প্রথম বাঙালি মহিলা পাইলট কে ছিলেন?

অজানাকে জানুন
অরিজিৎ ভট্টাচার্য্য 
১৯- তম পর্ব'র উত্তর

১] সমুদ্রতরঙ্গ কাজে লাগিয়ে ভারতের কোথায় বিদ‍্যুৎ উৎপাদন হয়?
উ: কেরালার ভিজিনজাম।
২] কলহনের রচিত বিখ‍্যাত গ্রন্থটির নাম কি?
উ: রাজতরঙ্গিনী।
৩] "বৌদ্ধ ধর্ম " গ্রন্থটি অন‍্য কি নামে পরিচিত?
উ: কল্পসূত্র।
৪] বিশিষ্ট অভিনেতা অমল পালেকরের প্রথম ইংরেজি ছবিটির নাম কি?
উ: কোয়েস্ট।
৫] " শ্বেত বিপ্লবের " জনক কে?
উ: ভার্গিস ক‍্যুরিয়ন।
৬] মুম্বাই হাইকোর্ট কতসালে প্রতিষ্ঠিত হয়?
উ: ১৯৬১।
৭] " যযাতি " কবিতাটি কার লেখা?
উ: সুধীন্দ্রনাথ দও 
৮] পুর্তগীজ ভাষায় 'পেলে' কথাটির অর্থ কি?
উ: পা।
৯] কোন দেশে প্রথম উগ্রপন্থা প্রতিরোধ আন্তর্জাতিক মিটিং অনুষ্ঠিত হয়?
উ: ইন্দোনেশিয়া ।
১০] সাক্ষী মালিক কোন খেলার সঙ্গে যুক্ত?
উ: কুস্তি।
১১] এক্সরের তরঙ্গ দৈর্ঘ‍্য কত?
উ: ১ অ‍্যাংস্ট্রম।
১২] বিশ্বখ‍্যাত " গ্রীনিচ মান মন্দিরের" অবস্থান কোথায়?
উ: লন্ডনের উপকন্ঠে।
১৩] কোন দেশ বিশ্বের 
উচ্চতম "কারে''  সেতু বানিয়েছে?
উ: চীন।
১৪] ক‍্যালিপটার ছবির নায়িকা কে ছিলেন?
উ: এলিজাবেথ টেলর।
১৫] ২০১৪ সালে কে মিস ওয়াল্ড  সম্মানে ভূষিত হন?
উ: রোলেন স্ট্রস (দক্ষিন আফ্রিকা )।

জ্বলদর্চি পেজে লাইক দিন👇

Post a Comment

0 Comments