জ্বলদর্চি

রবীন্দ্রনাথ তোমার আমার সবার/বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়

রবীন্দ্রনাথ তোমার আমার সবার

বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়


বাঙালির রবি,বিশ্বের কবি মায়ের অলঙ্কার,
বাংলার ঘরে যত ভাইবোন সবার অহংকার,
তাঁর প্রতিভায় বিমুগ্ধ হয় বিশ্বের সব দেশ,
তাঁর বিশালতা এনেছে এ দেশে আনন্দ সন্দেশ ।

চির বিস্ময় রবীন্দ্রনাথ, সুবিশাল পারাবার,
তাঁর রচিত কাব্য সকল বোঝে তা সাধ্য কার?
তাঁর হৃদয়ের নির্ঝর হতে প্রকাশিত দ্যোতনা,
পরাধীনা, দীনা দেশ জননীর অশেষ সান্ত্বনা।

ঘুরেছেন কত,দেখেছেনও কত,করেছেন সব জয়,
গীতাঞ্জলির সোনার ফসলে বিশ্বে অভ্যুদয়,
শুধু কাব্যই কি তাঁর লীলাভূমি?সেটা তো এমন নয়,
নাটকে,গল্পে,উপন্যাসেও ভাস্বর পরিচয় ।

সাহিত্যাকাশের সকল ক্ষেত্রে নির্বাধ বিচরণ,
শিক্ষা ক্ষেত্রে তাঁর সুচিন্তা এনেছে তো আলোড়ন,
সংগীতে তাঁর বিরল প্রতিভা অবাক করেছে সবে,
তাঁর গুণ গানে মাতো আজ সবে রবীন্দ্র-উৎসবে।

যোগীরাজ তিনি মহান সাধক কুশলে অভিনিবেশ,
তাঁরই গরবে গর্বিত আজ তাঁরই প্রিয় স্বদেশ,
ভারত আত্মার মুর্ত প্রতীক তিনি রবীন্দ্রনাথ,
বৈদিক ঋষি এসেছেন দেশে,করো তাঁরে প্রনিপাত।।

'জয় রবীন্দ্র' পতাকা উড়িয়ে মেতে উঠি আজ সবে,
নম্র চিত্তে যোগ দিই এসো রবীন্দ্র উৎসবে ।
কাল প্রসন্ন সকলেই আজ হয়ে থাকি নত শির,
প্রণাম জানাই বিশ্ব কবিরে কয়েক শতাব্দীর ।।


রবীন্দ্রনাথ -২

দেখেছো সে পাখী আকাশেতে ওড়ে ডানা মেলে দিয়ে তার,
অবাধ, অসীম, অনন্ত পথ বিচরণ ভূমি যার ?
এরকম পাখি আছে কি কোথাও জানো তার ঠিকানা ?
আমি তো দেখিনি দেখে থাকো যদি বল তার নিশানা ।।

সাহিত্যের এই বিশাল গগনে আছেন এমন এক  পাখি ,
এসো গো আজকে সক্কলে জুটি মস্তকে তাঁকে রাখি 
কবিতাই তাঁর সব কিছু ছিলো কবিতাই তাঁর প্রাণ,
বাণীসিদ্ধ  মহাপুরুষ ইনি কর্মতে সুমহান ।।

সপ্তস্বরা কাব্যরাগিনী তাঁর হাতে পেয়েছে প্রাণ ,
সকলেই তাঁর পাশেতে থেকেছে ভুলে সব অভিমান ।
মানুষ ও প্রকৃতি এক হয়ে গেছে তাঁর কলমের গুণে,
বহু মানুষের প্রেম দিয়ে গাঁথা সুন্দর জাল বুনে ।

প্রকৃতিই তাঁর প্রাণ স্পন্দন প্রকৃতিই তাঁর কাব্য,
তাঁর জীবনের কাব্যের  নদী  আয়াস হীন সুখ নাব্য।
স্বপ্নলোকের সকল দুয়ার  দিয়েছেন তিনি খুলে,
স্বপ্ন দেখতে শিখেছে মানুষ বিবাদ বিরোধ ভুলে ।।

সংকীর্ণতা আনে অভিশাপ সংকীর্ণতা পাপ ,
সকল মানুষ এক হোক সবে দূর হোক সব শাপ,
মুক্ত জীবন, অবাধ বিশ্ব তিনি দেখালেন স্বপ্ন ,
বিশ্ব গগনে মহান এই  কবি সারা বিশ্বের রত্ন।।

আজ এই দিনে এসো এক হই গাই তাঁর কীর্তন,
বলি প্রাণ খুলে রবীন্দ্রনাথ তুমিই মহাজীবন ।
বিশ্বের কবি তুমি মহা কবি বিশ্বের বিস্ময় ,
নিশান উড়িয়ে বলি ওগো কবি তোমার হোক আজ জয়।।

জ্বলদর্চি পেজে লাইক দিন👇

Post a Comment

0 Comments