জ্বলদর্চি

টাটা হিটাচির সেমিনারে বক্তব্য রাখলেন স্বনামধন্য চিকিৎসক কাঞ্চনকুমার ধাড়া



টাটা হিটাচির সেমিনারে বক্তব্য রাখলেন স্বনামধন্য চিকিৎসক কাঞ্চনকুমার ধাড়া


পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরে বুধবার টাটা হিটাচিতে কর্মরত মহিলাদের নিয়ে হল সেমিনার। সেমিনারে বক্তব্য রাখেন বিশিষ্ট চিকিৎসক কাঞ্চনকুমার ধাড়া।কর্মক্ষেত্রে মহিলাদের শারীরিক ও মানসিক সক্ষমতা কিভাবে বাড়ানো যায়, সেই লক্ষ্যে এই সেমিনার। উদ্যোক্তা - টাটা হিটাচি খড়্গপুর এডমিনিস্ট্রেট এণ্ড এইচ আর ও।
কর্মক্ষেত্রে মহিলারা কী কী সমস্যা হয়! তার সমাধানই-বা কী! কীভাবে মহিলা কর্মীদের শারীরিক সক্ষমতা একশ শতাংশ বজায় রাখা সম্ভব! হাজারো কাজের চাপের মধ্যেও নিজেকে কীভাবে সুস্থ রাখা যায়! ফিজিক্যাল ফিটনেস বজায় রেখে ওয়ার্কিং আউটপুট কিভাবে ১০০ শতাংশে নিয়ে যাওয়া সম্ভব! ইত্যাদি বিষয় উঠে এলো ডাঃ কাঞ্চনকুমার ধাড়ার আলোচনায়। সমস্যার পাশাপাশি দেখালেন সমাধানের পথও। মন্ত্রমুগ্ধ হয়ে শুনলেন টাটা হিটাচির প্রায় ৩৫ জন মহিলা কর্মী। 
উল্লেখ্য, ডাঃ কাঞ্চন কুমার ধাড়া মেদিনীপুর শহরের প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ ও ইনফার্টিলিটি ও ল্যাপারোস্কোপিক সার্জারী বিশেষজ্ঞ। তাঁর প্রতিষ্ঠিত 'সিমবায়োসিস ফার্টিলিটি সেন্টার' মেদিনীপুরের প্রথম টেস্টটিউব বেবি সেন্টার যা বর্তমানে জেলা ছড়িয়ে সমগ্র দেশে প্রসংশা পেয়েছে। সেমিনার শেষে  অংশগ্রহণকারীরা জানান, "এই ধরনের আলোচনাসভায় আমরা অনেক নতুন বিষয় যেমন জানলাম, তেমনি নানা বিষয়ে সচতনও হলাম।"
উল্লেখ্য, সরকারি হোক বা বেসরকারি --অফিস, আদালত, কলকারখানায়-- সর্বত্র আজ মেয়েরা নানা কাজে যুক্ত। সারা পৃথিবীতেই দেখা যাচ্ছে, স্বনির্ভর হওয়ার লক্ষ্যে আজ মেয়েরা তাদের দক্ষতা প্রমাণ করছে সাফল্যের সঙ্গে। পিছিয়ে নেই আমাদের দেশ, আমাদের রাজ্যও।

সমাজ গঠনে মহিলাদের স্বনির্ভর হওয়ার ভূমিকাকে স্বাগত জানান ডাঃ কাঞ্চন কুমার ধাড়া।

জ্বলদর্চি পেজে লাইক দিন👇

Post a Comment

0 Comments