জ্বলদর্চি

ভুল ভুলাইয়া ২ : ভূতের রূপে ভয়ের চেয়ে হাসি আসে বেশি /রাকেশ সিংহ দেব

ভুল ভুলাইয়া ২ : ভূতের রূপে ভয়ের চেয়ে হাসি আসে বেশি

রাকেশ সিংহ দেব

পরিচালক - আনিস বাজমি।
অভিনয় - কার্তিক আরিয়ান, কিয়ারা আডবানী, তাব্বু, রাজেশ শর্মা, রাজপাল যাদব প্রমুখ।
মুক্তি - ২০ মে, ২০২২

রেটিং - 3/5

২০০৭ সালে মুক্তি পেয়েছিল অক্ষয় কুমার, বিদ্যা বালান অভিনীত প্রিয়দর্শন পরিচালিত 'ভুল ভুলাইয়া'। যদিও মুভিটি ছিল এক সুপারহিট দক্ষিণী ছবির বলিউডি রিমেক। তবুও সেসময় মুভিটি ব্যাপক জনপ্রিয়তার পাশাপাশি বলিউডে হরর কমেডি জঁরের একটি প্রকৃষ্ট উদাহরণ হয়ে উঠেছিল। ভয় এবং হাস্য এই দুই বিপরীত রসের এত সুন্দর রসায়ন হতে পারে তা দেখিয়েছিল মুভিটি। এরপর সময়ের হাত ধরে 'গো গোয়া গন', 'স্ত্রী', 'রুহী'-এর মতো বেশ কিছু ভালো হরর কমেডি মুক্তি পেয়েছে কিন্তু 'ভুল ভুলইয়া' এর সেই নস্টালজিক আবেদন আজও রয়ে গেছে।  দর্শকদের সেই চাহিদা পূরণ করতে এবার আসরে নেমেছেন আরেক কমেডি পরিচালক আনিস বাজমি। তবে বলে রাখা ভালো নাম, রাজপাল যাদব, নায়ক নায়িকার 'আমি যে তোমার' গানে নাচ আর নীরজ শ্রীধরের চার্টবাস্টার্স 'হরে কৃষ্ণ হরে রাম' গানটির রিক্রিয়েশন ছাড়া নতুন মুভিতে পুরনো কিছু নেই। তাই ভুল ভুলাইয়া ২ দেখতে বসে মাথায় অক্ষয় কুমার এবং বিদ্যা বালনের ভুল ভুলাইয়ার হ্যাংওভার নিয়ে বসবেন না। ভুল ভুলাইয়া ২ দেখুন শুধুমাত্র এই ছবিটি দেখার জন্যই। 

ছবির শুরুতেই ছোট্ট রীতের দেখা পাওয়া যায়। কোনও এক মরুভূমির মাঝে প্রিয় বৌদি অঞ্জুলিকাকে আঁকড়ে ধরে আছে। জাম্পকাট সিন ২। এলাহি হাভেলি ছেড়ে বেরিয়ে আসে ঠাকুর পরিবার। কারণ তাঁদের পরিবারেরই এক সদস্য গুম ঘরে বন্দি করে রাখা মঞ্জুলিকার আত্মার সঙ্গে হাত মিলিয়েছে। সেই হাভেলির এক কুটুরিতে দীর্ঘদিন বন্দী রয়েছে মঞ্জুলিকার আত্মা। কেন তার আত্মা প্রতিশোধ নিতে চায় ঠাকুর পরিবারের উপর? এর উত্তর খোঁজা ও রহস্যের উন্মোচন হয়েছে মুভির ক্লাইম্যাক্সে। প্রথম থেকেই ভুল ভুলইয়া ২ তার ম্যাজিক ক্রিয়েট করেছে স্বতন্ত্র ভাবনায় ও এগজিকিউশনে। কমেডির রাজা পরিচালক আনিস বাজমি এবারও এক্কেবারে পাখির চোখে তীর মারতে পেরেছেন। সিচুয়েশনাল কমেডি, বুদ্ধিদীপ্ত সংলাপ এবং দুরন্ত সব মজার টুকরো টুকরো মুহূর্ত এই ছবির ইউএসপি।

রুহানের চরিত্রে ফাটিয়ে অভিনয় করেছেন কার্তিক আরিয়ান। কিছু কিছু দৃশ্যে অক্ষয় কুমারের কিছু ম্যানারিজম রিক্রিয়েট করেছেন বটে। কিন্তু তা দেখে দর্শকদের বিরক্তি লাগবে না। বরং কিয়ারা আডবাণীর সঙ্গে কার্তিকের রসায়নে যদিও একটু খচখচানি থেকে যায়। অক্ষয় কুমার এবং বিদ্যা বালনের ছবির সঙ্গে যোগসূত্র বজায় রাখতে পরিচালক বুদ্ধি করে পুরনো কিছু চরিত্রকে ফিরিয়ে এনেছেন এই ছবিতেও। ছোটে পন্ডিতের চরিত্রে রাজপাল যাদব  বুঝিয়ে দিলেন আরও একবার যে তিনি কত উঁচু দরের অভিনেতা। মিস করা যায় না সঞ্জয় মিশ্র এবং রাজেশ শর্মার  নিখুঁত অভিনয়ও। এই মুভির বড় পাওনা পোড় খাওয়া অভিনেত্রী তাব্বুর-র অভিনয়। তাঁর অভিনয়ে, তাঁর বডি ল্যাঙ্গোয়েজে যে এলিগেন্স আছে, তা সারা মুভিতে নজর কাড়ে। তবে ভূত হিসেবে তাঁর চরিত্রটির মেক আপ আরও একটু ভালো একটু ভয়ের হতে পারত। 

  অক্ষয় কুমারের 'ভুল ভুলাইয়া'-র প্রতিটা দৃশ্য এখনও দর্শকদের স্মৃতিতে টাটকা। সেখান থেকে সিনেমার ফ্র্যাঞ্জাইজি তৈরি করা বেশ ঝুঁকির । কারণ, দর্শকরা কীভাবে নেবেন, আদৌ তাঁদের নতুন কাস্টিং পছন্দ হবে কি না, এরকম অনেক বিষয় কাজ করে। তবে, 'ভুল ভুলাইয়া 2' দর্শকদের আশায় একেবারে জল ঢেলে দেয়নি বলা যেতে পারে। চিত্রনাট্য আরেকটু ভাল হতে পারত। তবে বিনোদনের দিক দিয়ে দর্শকদের একেবারে নিরাশ করবে না এই মুভি ।

রেটিং

5 - অসাধারণ 
4 - বেশ ভালো 
3 - ভালো 
2 - দেখতে পারেন 
1 - না দেখলেও চলবে

জ্বলদর্চি পেজে লাইক দিন👇
 

Post a Comment

0 Comments