জ্বলদর্চি

ক্যুইজ-৫ / সাগর মাহাত

ক্যুইজ-৫ / সাগর মাহাত


১. 'Believe What Life and Cricket Taught Me' আত্মজীবনীটি হল—
সুরেশ রায়না
শচীন তেণ্ডুলকর
মহেন্দ্র সিং ধনী
যুবরাজ সিং

২. পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল—
ধরমবীর
রঘুনাথ রেড্ডি
কেশরীনাথ ত্রিপাঠী
চক্রবর্তী রাজা গোপালচারী

৩. ''রাষ্ট্র হল হিংসার প্রতীক''- একথা মনে করতেন—
সুভাষচন্দ্র বসু
মহাত্মা গান্ধী
সূর্যসেন
রুশো

৪. পঞ্চায়েতে সদস্য হবার নূন্যতম বয়স—
২০
২১
২২
২৪

৫. 'রৌপ্য বিপ্লব' যুক্ত—
দুধ উৎপাদন
মশলা উৎপাদন
হাঁস মুরগির ডিম উৎপাদন
পশুর পশম উৎপাদন

৬. বিশ্বব্যাঙ্ক প্রতিষ্ঠিত হয়েছিল—
১৯৪৫
১৯৪৬
১৯৪৭
১৯৫২

৭. যে দেশটি Plastic Money প্রচলন করেন—
অস্ট্রেলিয়া
চিন
জাপান
আমেরিকা

৮. IDI 2018 ভারতের স্থান ছিল—
৪২
৫৫
৭২
৬২

৯. 'তিসি' উৎপাদনে প্রথম—
মধ্যপ্রদেশ
গুজরাট
রাজস্থান
মহারাষ্ট্র

১০. 'মাসুদ' উপজাতির বাস—
আসাম
হাঙ্গেরি
নাগাল্যাণ্ড
আফ্রিকা

১১. কাননা ব্যাঘ্র প্রকল্প যে রাজ্যে গড়ে উঠেছে—
কেরালা
রাজস্থান
উত্তরপ্রদেশ
মধ্যপ্রদেশ

১২. ওজোন হোল আবিষ্কৃত হয়—
১৯৮৫
১৯৯৪
১৯৮০
১৯৯০

১৩. 'আদর্শ হিন্দু হোটেল'-এর রচয়িতা—
শীর্ষেন্দু মুখোপাধ্যায়
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
নবনীতা দেবসেন
সঞ্জীব চট্টোপাধ্যায়

১৪. 'কবিতার কথা' প্রবন্ধ গ্রন্থের রচয়িতা—
জীবনানন্দ দাশ
রবীন্দ্রনাথ ঠাকুর
নজরুল ইসলাম
সুনীল গঙ্গোপাধ্যায়

১৫. অম্বুবাচি অনুষ্ঠিত হয়—
৬ আষাঢ়
৭ আষাঢ়
৭ শ্রাবণ
৮ জ্যৈষ্ঠ


ক্যুইজ-৪ এর উত্তর
১. ১৯৮১  ২. ১লা ডিসেম্বর ৩. আটাকামা ৪. তামিলনাড়ু ৫. ইঁদুর ৬. ১৯১৯  ৭. বেলজিয়াম ৮. রাজস্থান ৯. কৃষ্ণনগর ১০. বিষ্ণুপুর ১১. নীল বিপ্লব  ১২. কলকাতা ১৩. ম্যালেরিয়া ১৪. আশাপূর্ণা দেবী ১৫. গুণময় মান্না

জ্বলদর্চি পেজে লাইক দিন👇

Post a Comment

0 Comments