জ্বলদর্চি

ক্যুইজ৬ / সাগর মাহাত


ক্যুইজ৬ / সাগর মাহাত

১. মেলানোসিস রোগের কারন—
বায়ুদূষণ
শব্দদূষণ
এলার্জি
আর্সেনিক 

২. নেহেরু প্রাণী উদ্যান অবস্থিত—
আসাম
নেপাল
হায়দ্রাবাদ
মুম্বাই

৩. IUCN এর সদর দপ্তর—
সুইজারল্যাণ্ড
জাপান
কানাডা
দুবাই

৪. ভারতবর্ষে EIA চালু হয়—
১৮৭৮
১৯৭৮
১৯৩৬
১৯৪০

৫. পেট্রোল পাম্প থেকে যে গ্যাস বের হয়—
বেঞ্জিন
মিথেন
ওজন
কার্বন ডাই অক্সাইড

৬. জাপান জাতিসংঘের সদস্যপদ ত্যাগ করেন—
১৯৩৩
১৯৩৪
১৯৩৬
১৯৩৯

৭. স্পেনের গৃহযুদ্ধের সময়কাল—
১৯৩৬-৩৯ খ্রিঃ
১৯৩৭-৩৯ খ্রিঃ
১৯৩৮-৩৯ খ্রিঃ
১৯৩৮-৪০ খ্রিঃ

৮. The Roots of National Socialism গ্রন্থটির রচয়িতা—
বাটলার
হবসন
লেলিন
হবসবম

৯. আদা উৎপাদনে প্রথম—
মধ্যপ্রদেশ
মণিপুর
পশ্চিমবঙ্গ
মহারাষ্ট্র

১০. লাজম উপজাতির মানুষদের বাস—
আফ্রিকা
ভারত
জাপান
তুন্দ্রা

১১. 'ব্যাটল ফিল্ড অব ইউরোপ' বলা হয়—
বেলজিয়াম
রোম
লন্ডন
বুদাপেস্ট

১২. ভারতে ১০০ টাকার নোটে Singnature থাকে—
প্রধানমন্ত্রী
মুখ্যমন্ত্রী
রাজ্যপাল
গভর্ণর(রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া)

১৩. ভারতীয় দশ টাকার নোটে যতগুলো ভাষা থাকে—
১৭
১৮
১৯
২১

১৪. ভারতের সিকিউরিটি ও এক্সচেঞ্জ বোর্ডকে বলে—
SEBI
TRIPS
PPP
NCR

১৫. 'যারা বৃষ্টিতে ভিজেছিল' কাব্য-উপন্যাসটি রচনা করেন—
সুবোধ সরকার
জয় গোস্বামী
নবনীতা দেবসেন
শক্তি চট্টোপাধ্যায়


ক্যুইজ-৫ এর উত্তর
১. সুরেশ রায়না  ২. চক্রবর্তী রাজ গোপালচারী ৩. মহাত্মা গান্ধী  ৪. ২১ বছর ৫. হাঁস মুরগির ডিম উৎপাদন ৬. ১৯৪৪  ৭. অস্ট্রেলিয়া ৮. ৬২ তম  ৯. মধ্যপ্রদেশ ১০. নাগাল্যাণ্ড ১১. মধ্যপ্রদেশ  ১২. ১৯৯০ ১৩. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ১৪. জীবনানন্দ দাশ ১৫. আষাঢ়

জ্বলদর্চি পেজে লাইক দিন👇


Post a Comment

0 Comments