জ্বলদর্চি

ক্যুইজ-১৫ / সাগর মাহাত

ক্যুইজ-১৫ / সাগর মাহাত


১. গুরু গোবিন্দ সিংকে হত্যা করেছিলেেন একজন—
বৌদ্ধ
জৈন
মারাঠা
পাঠান

২. নানা সাহেব বলা হত—
বালাজি বাজিরাও
অশোক
চন্দ্রগুপ্ত
মাধব রাও

৩. হরপ্পার শীলমোহর তেরি হত—
তামা
সিসা
লোহা
ম্যাঙ্গানিজ

৪. দিল্লির প্রাচীন নাম—
অযোধ্যা
নিউ দিল্লি
কুরুক্ষেত্র
ইন্দ্রপ্রস্ত

৫. ঋকবেদে শ্লোক আছে—
১০২৮ টি
১০০৫ টি
১১৫০ টি
১০২৮ টি

৬. সামাজিক শিক্ষার অন্যতম প্রধান উপাদান—
সংস্কৃতি
জল
মাটি
বায়ু

৭. সবচেয়ে বেশি ভূমিকম্প হয় —
ফ্রান্স
জাপান
চিন
ভিয়েতনাম

৮. জীবমন্ডলের জন্য সংরক্ষিত এলাকা—
সুন্দরবন
নীলগিরি
মানস
উপরের সবকটি

৯. সালোকসংশ্লেষের সময় উদ্ভূত অক্সিজেন আসে—
জল
বায়ু
মাটি
আকাশ

১০. সূন্দরবন অবস্থিত—
বিহার
আসাম
পশ্চিমবঙ্গ
হরিয়ানা

১১. সেলুলার জেল অবস্থিত—
মুম্বাই
আন্দামান-নিকোবর
কলকাতা
দিল্লি

১২. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতের যে অংশ জাপানিরা দখল করেছিল—
আগ্রা
কলকাতা
মণিপুর
দিল্লি

১৩. সরিস্কা বন্যপ্রাণী অরণ্য অবস্থিত—
আসাম
মণিপুর
গোয়া
রাজস্থান

১৪. গান্ধীনগর অবস্থিত যে নদীর তীরে—
সবরমতি
গঙ্গা
সিন্ধু
কাবেরী

১৫. ঝাড়খণ্ডের রাজধানীর নাম—
আগরতলা
রাঁচি
ভুবনেশ্বর
পাটনা



ক্যুইজ ১৪-এর উত্তর

১. Diversity  ২. ৯ মে ৩. যুবরাজ সিং ৪. ২০১৩ সালে ৫. মহেশ্বর ৬. সদবংশজাত ব্যক্তি ৭. বিদ্  ৮. কুলপতি ও কুলপা  ৯. জিন ১০. কনৌজ ১১. তক্ষশীলা ১২. ঔরঙ্গজেব ১৩. পারস্য ১৪. অমিয়ভূষণ মজুমদার ১৫. বিজন ভট্টাচার্য


পেজে লাইক দিন👇

Post a Comment

0 Comments