জ্বলদর্চি

ক্যুইজ-১৬ / সাগর মাহাত


ক্যুইজ-১৬ / সাগর মাহাত

১. 'পঞ্চতন্ত্র' রচনা করেন—
কালিদাস
শূদ্রক
বিষ্ণুশর্মা
দণ্ডী

২. মুসলিম লিগ প্রতিষ্ঠিত হয়—
১৯৯০ খ্রিঃ
১৯০৬ খ্রিঃ
১৯১১ খ্রিঃ
১৯০৪ খ্রিঃ

৩. স্বাধীনতার পর প্রথম যে রাজ্যে পঞ্চায়েত রাজ চালু হয়েছিল—
কর্ণাটক
বিহার
রাজস্থান
আসাম

৪. ন্যাশনাল লাইব্রেরির প্রতিষ্ঠাতা—
রামমোহন
বিদ্যাসাগর
কৃষ্ণনাথ
কার্জন

৫. 'নীলদর্পন' নাটকটির ইংরেজি ানুবাদ করেন—
মধুসূদন দত্ত
বিজন ভট্টাচার্য
লর্ড ক্যানিং
দীনবন্ধু মিত্র

৬. 'সাত পাহাড়ের শহর' বলা হয়—
সিমলা
হরিদ্বার
রোম
পুনে

৭. ভারতের বৃহত্তম শহর—
কলকাতা
মুম্বাই
হরিয়ানা
বিশাখাপত্তনম

৮. ভারতের প্রধান বন্দরের সংখ্যা—
৯টি
৮টি
১২টি
১৪টি

৯. 'উদ্যান নগরী' বলা হয়—
ব্যাঙ্গালোর
কলকাতা
চেন্নাই
ভোপাল

১০. 'তরাই' শব্দের অর্থ—
নদী
উপত্যকা
স্যাঁতসেঁতে
পর্বত

১১. পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা—
K2
আন্ড্রিজ
হিমালয়

১২. কোক কয়লার সবচেয়ে বড় খনি রয়েছে—
ঝরিয়া
রাণীগঞ্জ
দুর্গাপুর
আসানসোল

১৩. ভারতের প্রাচীনতম তৈলখনি—
ডিবগয়
সুরাট
রাণীগঞ্জ
ঝরিয়া

১৪. গুজরাটের উল্লেখযোগ্য শিল্প—
দুধ
মৎস্য
বিদ্যুৎ
কৃষি

১৫. পশ্চিমবাহিনী নদী হল—
কৃষ্ণা
সিন্ধু
গঙ্গা
নর্মদা



ক্যুইজ ১৫-এর উত্তর

১. পাঠান ২. বালাজি বাজীরাও ৩. তামা ৪. ইন্দ্রপ্রস্ত ৫. ১০২৮টি ৬. সংস্কৃতি ৭. জাপান  ৮. সবকটি  ৯. জল ১০. পশ্চিমবঙ্গ ১১. আন্দামান নিকোবর ১২. আগ্রা ১৩. রাজস্থান ১৪. সবরমতি ১৫. রাঁচি


পেজে লাইক দিন👇

Post a Comment

0 Comments