জ্বলদর্চি

ক্যুইজ-১৭ / সাগর মাহাত

ক্যুইজ-১৭ / সাগর মাহাত


১. ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল—
১৯৪২ খ্রী.
১৯৪৪ খ্রী.
১৯৪৬ খ্রী.
১৯৪৫ খ্রী.

২. সাইমন কমিশন ভারতে আসে—
১৯২৮ খ্রী.
১৯২৯ খ্রী.
১৯৩০ খ্রী.
১৯৩২ খ্রী

৩. ভারত ছাড়ো আন্দোলনে জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয়—
কাঁথি
বাঁকুড়া
বিষ্ণুপুর
তমলুক

৪. নরমপন্থী ছিলেন—
সুরেন্দ্রনাথ
গোখলে
দাদাভাই নৌরজী
সকলেই

৫. 'দিল্লী চলো' যাঁর আহ্বান ছিল—
সুভাষ চন্দ্র বোস
মঙ্গলপাণ্ডে
রবীন্দ্রনাথ ঠাকুর
গান্ধীজি

৬. সাঁওতাল বিদ্রোহের নেতা—
সিধু
কানহু
ভৈরব
সকলেই

৭. ভারতীয় কমিঈনিস্ট পার্টি গঠিত হয়—
কানপুর
রাজস্থান
কলকাতা
পঞ্জাব

৮. গণপরিষদ গঠনের দাবী প্রথম তোলেন—
স্বরাজ্য পার্টি
কংগ্রেস পার্টি
মুসলিম লিগ
ফরওয়ার্ড ব্লক

৯. গঙ্গার উপনদী—
অজয়
হুগলি
যমুনা
পদ্মা

১০. সবরমতী নদীর উৎস—
বিন্ধ্য পর্বত
নীলগিরি পর্বত
সাতপুরা পর্বত
আরাবল্লী পর্বত

১১. তিস্তা নদীর উৎস—
গঙ্গোত্রী হিমবাহ
জেম্ব হিমবাহ
হিমালয়
K2

১২. বৈতরণী যে নদীর উপনদী—
মহানদী
দামোদর
দ্বারকেশ্বর
অজয়

১৩. সুয়েপ জলের হ্রদ হল—
উলার
চিল্কা
সম্বর
সবগুলি

১৪. নীলনদ মিলিত হয়েছে—
বঙ্গোপসাগরে
ভূমধ্যসাগরে
ভারত মহাসাগরে
আরব সাগরে

১৫. বরফগলা জলে পুষ্ট নদী—
দামোদর
তোর্স
দারকেশ্বর
ময়ুরাক্ষী



ক্যুইজ ১৬-এর উত্তর

১. বিষ্ণুশর্মা ২. ১৯০৬ খ্রী. ৩. রাজস্থান ৪. কার্জন ৫. মধুসূদন দত্ত ৬. রোম ৭. মুম্বাই  ৮. ১২টি  ৯. ব্যাঙ্গালুরু ১০. স্যাঁতস্যাতে ১১. আন্ডিজ ১২. আগ্রা ১৩. ঝরিয়া ১৪. দুধ ১৫. নর্মদা

 
পেজে লাইক দিন👇

Post a Comment

0 Comments