ক্যুইজ-১৮/ সাগর মাহাত
ক্যুইজ-১৮/ সাগর মাহাত
১. নীল গ্রহ বলা হয়—
বুধ
মঙ্গল
শুক্র
পৃথিবীকে
২. বামন গ্রহের উদাহরণ—
প্লুটো
পৃথিবী
মঙ্গল
বুধ
৩. পৃথিবীর গড় ব্যাসার্ধ হল—
৬৪০০ কিমি
৭২০০ কিমি
৬৯০০ কিমি
৬৮০০ কিমি
৪. পৃথিবীর সবচেয়ে উঁচু হ্রদের নাম—
টিটিকাকা
উলার
বৈকাল
ডাল
৫. নাতিশীতোষ্ণ মরুভূমির উদাহরণ—
গোবি
সাহারা
থর
আটাকামা
৬. আরাবল্লি হল একটি—
আগ্নেয়গিরি
ভঙ্গিল পর্বত
আগ্নেয় পর্বত
ক্ষয়জাত পর্বত
৭. যে মাটিতে কার্পাস চাষ ভালো হয়—
কৃৃৃষ্ণ মৃৃৃত্তিকা
পাথুরে মৃত্তিকা
ল্যাটেরাইট
পলিমাটি
৮. কৃষিকাজের জন্য যে রাজ্যে রাসায়নিক সার বেশি ব্যবহৃত হয়—
পঞ্জাব
অসম
পশ্চিমবঙ্গ
ঝাড়খণ্ড
৯. ভারতে উদ্ভিদ অঞ্চলের সংখ্যা—
৫ টি
৬টি
৭টি
৮টি
১০. পৃথিবীর বৃহত্তম বদ্বীপ—
আন্দামান
গাঙ্গেয় বদ্বীপ
গোদাবরী বদ্বীপ
পারাদ্বীপ
১১. আঁখি ঝড় হয়—
তামিলনাড়ু
পঞ্জাব
বিহার
ওড়িশা
১২. সিরোজেম হল আসলে—
মরু অঞ্চলের মাটি
পাথুরে মাটি
পাহাড়ি অঞ্চলের মাটি
সামুদ্রিক মাটি
১৩. অক্ষাংশের সর্বোচ্চ মান—
১৮০ ডিগ্রি
৯০ ডিগ্রি
৩৬০ ডিগ্রি
২৫ ডিগ্রি
১৪. শ্বাসমূল দেখা যায়—
সুন্দরী
গরান
পাইন
শাল
১৫. গোলাকৃতি আবহবিকার যে শিলায় বেশি হয়—
চুনাপাথর
গ্রানাইট
ব্যাসল্ট
পাললিক
ক্যুইজ ১৭-এর উত্তর
১. ১৯৪২ সালে ২. ১৯২৮ সালে. ৩. তমলুক ৪. সকলেই ৫. সুভাষ চন্দ্র বোস ৬. সকলেই ৭. কানপুর ৮. স্বরাজ্য পার্টি ৯. যমুনা ১০. আরাবল্লি পর্বত ১১. জেম্ব হিমবাহ ১২. মহানদী ১৩. উলার ১৪. ভূমধ্যসাগরে ১৫. তোর্স
Comments
Post a Comment