জ্বলদর্চি

ক্যুইজ-১৯/ সাগর মাহাত


ক্যুইজ-১৯/ সাগর মাহাত


১. হাউস পার্ক অবস্থিত—
ভেনিস
লন্ডন
প্যারিস
নিউইয়র্ক

২. হোয়াইট হাউস অবস্থিত—
সিউল
ইরান
ওয়াশিংটন
নিউইয়র্ক

৩. স্কটল্যাণ্ড ইয়ার্ড এর সদর দপ্তর অবস্থিত—
লণ্ডন
রোম
নিউইয়র্ক
প্যারিস

৪. জিম্বাবয়ের রাজধানী—
হারাবে
ভেনিস
রোম
কাস্টারিকা

৫. ভূমধ্যসাগরের চাবি হিসেবে পরিচিত—
ফ্রান্স
জিব্রালেটর
সুয়েজ খাল
চিল্কা

৬. যে মহাদেশের জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি—
ইউরোপ
অস্ট্রেলিয়া
উঃ আমেরিকা
এশিয়া

৭. যে শহরকে বলা হয় দক্ষিণের রাণী—
সিডনি
প্যারিস
লন্ডন
রোম

৮. 'নিষিদ্ধ শহর' বলা হয়—
লাসা
প্যারিস
বেজিং
লন্ডন

৯. পঞ্চনদীর রাজ্য হল—
মহারাষ্ট্র
পঞ্জাব
কেরল
পশ্চিমবঙ্গ

১০. পৃথিবীর গভীরতর হ্রদ—
বৈকাল হ্রদ
চিল্কা হ্রদ
রাণা প্রতাপ সাগর
উলার

১১. মধ্যরাতে সূর্য দেখা যায়—
নরওয়ে
জাপান
হল্যাণ্ড
ভিয়েতনাম


১২. পৃথিবীর বৃহত্তম দ্বীপ—
গঙ্গার দ্বীপ
সুন্দরবন
গ্রীনল্যাণ্ড
আন্দামান

১৩. আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের না—
গুরুশিখর
K2
সান্দাকুফু
শুশুনিয়া

১৪. ভারতের যে অঞ্চলে বছরে দুবার বৃষ্টি হয়—
বিহার
অসম
তামিলনাড়ু
ঝাড়খণ্ড

১৫. চীনের ঘুর্ণিঝড়ের নাম—
টাইফুন
টর্নেডো
হ্যারিকেন
সাইক্লোন



ক্যুইজ ১৮-এর উত্তর

১. পৃথিবী ২. প্লুটো. ৩. ৬৪০০ কিমি ৪. টিটিকাকা ৫. গোবি ৬. ভঙ্গিল পর্বত ৭. কৃৃৃৃষ্ণ মৃত্তিকা  ৮. পঞ্জাব  ৯. ৮টি ১০. গাঙ্গেয় বদ্বীপ ১১. পঞ্জাব ১২. মরু অঞ্চলের মাটি ১৩. ৯০ ডিগ্রি ১৪. সুন্দরী ১৫. গ্রানাইট

 
পেজে লাইক দিন👇

Post a Comment

0 Comments