জ্বলদর্চি

তিনটি কবিতা /বিমান কুমার মৈত্র

তিনটি কবিতা 
বিমান কুমার মৈত্র 


অকাব্যিক 

ধুলোয় মিশে যাওয়া কিংবা ঘুরে দাঁড়ানোর মাঝে যে বন্ধুর উপত্যকা তার অনুরননীয় হৃদয় বিষয়ক চিত্রলেখ গুলি না দেখাই ভালো।

তোমার আমার সেই নাট্যরঙ্গের পাণ্ডুলিপি কোনো স্বচ্ছতোয়ার নিচে আপাতত না হয় নিরাঙ্গিক বিশ্রাম নিক।।


আবর্তক 

আরো একবার প্রতিদিন 
ধুয়ে মুছে ফেলি 
তোমার ছোঁয়াচে প্রেমে  আতঙ্কিত
স্মৃতিচিহ্ন গুলি।
চায়ের বাসন কিংবা 
ধরো অ্যালবাম 
যেখানে জমেছে কিছু 
পুঁজ রক্ত ঘাম।
বইয়ের পাতার ফাঁকে 
পাখির পালক 
কখনো রেখেছো তুমি 
প্রিয়তম শোক।
কিংবা ধরো না ওই 
ভাঙা ফুলদানি 
তুমি তাকে জুড়েছিলে 
কিভাবে কি জানি।
নষ্ট ফুলের গন্ধ 
এখনো  মরেনি 
সয়ে যেতে হয় তবু 
সরাতে পারিনি।।


বহুত্ববাদী 

“The Road Not Taken” এ ফ্রস্ট আক্ষেপ করলেন আরো এক পথে হাঁটতে না পারার জন্য।

কিন্তু আমাদের অলীক বাসরে জন্মে  শুধু  এলোমেলো রুবিক কিউব। 

স্নায়ু, শিরা, ধমনী রক্ত, মাংস, হাড় নাড়িভুঁড়ি একাকার। শব্দের স্তুপ জমে। শব্দেরা শব্দ করেনা। শব্দেরা নপুংসক।

রবার্ট ফ্রস্ট, তুমি পৌঁছে গিয়েছ

আমরা হেঁটেই চলেছি…।।

 
পেজে লাইক দিন👇

Post a Comment

0 Comments