জ্বলদর্চি

ক্যুইজ-২৭/ সাগর মাহাত

ক্যুইজ-২৭/ সাগর মাহাত


১. বীরভূম জেলার সদর দপ্তর—
সিউড়ি
আসানসোল
লাভপুর
রামপুরহাট

২. কল্যাণেশ্বর মন্দির অবস্থিত—
মাইথনে
তারকেশ্বরে
লাভপুরে
নবদ্বীপে

৩. মিশরের প্রধান রপ্তানি দ্রব্য—
তুলা
চিনি
কফি
লৌহ

৪. নিম্মলিখিত যেটি রপ্তানিতে প্রথম—
তুলা
অভ্র
চা
লৌহ


৫. পৃথিবীর যে শহরের জনসংখ্যা সর্বাধিক—
টৌকিও
লন্ডন
মস্কো
প্যারিস

৬. ব্রাজিলের অর্থনীতি প্রধানত নির্ভরশীল—
পাট
ভুট্টা
গম
কফি

৭. স্কটল্যান্ডের রাজধানীর নাম—
এডিনবরা
লন্ডন
রোম
মস্কো

৮. বিশ্বের সবচেয়ে বড় তেলখনির নাম—
কুয়েত
দুবাই
ঘারওয়ার
দুবাই


৯. পৃথিবীর বৃহত্তম নগর—
বেজিং
মুম্বাই
টোকিও
প্যারিস


১০. যে দেশটিকে 'প্রাচ্যের বিটেন' বলা হয়—
জাপান
ভারত
পোল্যাণ্ড
ব্রিটেন

১১. মৎসশিকার ও রেশম উৎপাদনে বিশ্বের প্রথম স্থান যে দেশের—
অস্ট্রেলিয়া
জাপান
রাশিয়া পাকিস্তান

১২. ইরানের রাজধানীর নাম—
তেহেরান
বাগদাদ
রোম
আবাদান

১৩. বিশ্বের বৃহত্তম তৈলশোধনাগারটি অবস্থিত—
আবাদান
ইরাক
আরব
কুয়েত

১৪. বৃষ্টির সময় বায়ুমন্ডলের আপেক্ষিক আদ্রতা থাকে—
০%
৮৫%
৫৫%
১০০%

১৫. যার চারিদিকে ধূমকেতু পরিক্রমন করে—
সূর্য
চন্দ্র
পৃথিবী
বুধ


ক্যুইজ ২৬-এর উত্তর

১. ১৯০৪ খ্রি. ২. ১৯৪৫ খ্রি. ২ মে ৩. আইজেনহাওয়ার ৪. ১৯১৯ খ্রি. ৫. বাটলার ৬. ১৯১৯ খ্রি. ৭. বেলজিয়াম ৮. ১৮৭৮ খ্রি.  ৯. উঃ আফ্রিকা ১০. এরিখ হবসবম ১১. জনগণ ১২. ইংল্যাণ্ড ১৩. আগস্ট ব্ল্যাঙ্কি ১৪. পারসিক ১৫. ২৫ টি

পেজে লাইক দিন👇

Post a Comment

0 Comments