শুক্রবার(২৩ ডিসেম্বর ২০২৩) পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদে এক ঘরোয়া আড্ডায় স্বনামধন্য দাবাড়ু দিব্যেন্দু বড়ুয়া প্রকাশ করেন জ্বলদর্চির বইমেলা তথা জানুয়ারি ২০২৩ সংখ্যা। উপস্থিত ছিলেন রয়েল একাডেমির অধ্যক্ষ সত্যব্রত দোলই, অমিত্রাক্ষর পত্রিকার সম্পাদক অচিন্ত মারিক, গঙ্গা আমার মা পত্রিকার সম্পাদক অভিজিৎ দে, গল্পকার সঞ্জীব ভট্টাচার্য, কবি তাপস দত্ত, জ্বলদর্চির সম্পাদক ঋত্বিক ত্রিপাঠী প্রমুখ। দিব্যেন্দু বড়ুয়ার হাতে জ্বলদর্চি তিরিশের স্মারক উপহার তুলে দেন অচিন্ত মারিক। পত্রিকা প্রকাশ করে জ্বলদর্চির সমস্ত লেখক শুভানুধ্যায়ীকে আগাম নববর্ষের শুভেচ্ছা জানিয়ে জ্বলদর্চির শ্রীবৃদ্ধি কামনা করেন দিব্যেন্দু বড়ুয়া।
এবারের সংখ্যার সাক্ষাৎকার বিভাগটি বেশ গুরুত্বপূর্ণ। নাট্যকার চন্দন সেনের সাক্ষাৎকার নিয়েছেন গল্পকার বিনোদ মন্ডল। সংগীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়ের সাক্ষাৎকার নিয়েছেন কবি তথাগত বন্দ্যোপাধ্যায়। কথাসাহিত্যিক সন্মাত্রানন্দের সাক্ষাৎকার নিয়েছেন গল্পকার মৌসুমী ঘোষ। দাবাড়ু দিব্যেন্দু বড়ুয়ার সাক্ষাৎকার নিয়েছেন কবি অভিনন্দন মুখোপাধ্যায়।
গল্প লিখেছেন বিজয় চক্রবর্তী, সঞ্জীব ভট্টাচার্য, সন্দীপ দত্ত। কবিতা লিখেছেন অজিত মিশ্র, তলাম লাহা, এস মহীউদ্দিন, পলাশ বন্দ্যোপাধ্যায়, সন্দীপ কাঞ্জিলাল, প্রতাপ সিংহ, বিমানকুমার মৈত্র, রাখহরি পাল প্রমুখ। চমৎকার প্রচ্ছদ এঁকেছেন শিল্পী সুরজিৎ সিনহা।
উল্লেখ্য, দুই মেদিনীপুর থেকে একযোগে প্রকাশিত জ্বলদর্চি ৩০ বছর ধরে বিরামহীন ভাবে প্রকাশ পাচ্ছে। বর্তমান পত্রিকার ওয়েবসাইটে প্রতিদিন প্রকাশ পাচ্ছে নানা স্বাদের গদ্য পদ্য।
1 Comments
অভিনন্দন
ReplyDelete