জ্বলদর্চি

ক্যুইজ-২৮/ সাগর মাহাত

ক্যুইজ-২৮/ সাগর মাহাত


১. ইরাবতী যে নদীর শাখানদী—
সিন্ধু
যমুনা
গঙ্গা
শতদ্রু

২. ডালহৌসি শহরটি অবস্থিত—
হিমাচল প্রদেশ
অন্ধ্রপ্রদেশ
উত্তরপ্রদেশ
মধ্যপ্রদেশ

৩. ভারতের প্রতিবেশি দেশ নয়—
ইরাক
চীন
ভুটান
নেপাল

৪. 'কাভারাত্তি' শহরটি অবস্থিত—
লক্ষাদ্বীপ
পশ্চিমবঙ্গ
নেপাল
ভুটান


৫. হুড্রু হল—
নদী
জলপ্রপাত
পর্বত
মরূভূমি

৬. 'লাভা' স্থানটি যে রাজ্যে অবস্থিত—
মহারাষ্ট্র
ওড়িশা
মেঘালয়
পশ্চিমবঙ্গ

৭. সর্বাপেক্ষা শুষ্কতম স্থান—
লুধিয়ানা
জয়সলমীর
দেরাদুন
গোয়া

৮. আলমোড়া অবস্থিত যে রাজ্যে—
উত্তরাঞ্চল
পদুচেরী
দেরাদুন
গোয়া


৯. লবণ তৈরি করা হয়—
সাম্বার
চেন্মাই
বাঁকুড়া
রাঁচী


১০. ত্রাসের নদী বলা হয়—
জলঙ্গী
তিস্তা
গঙ্গা
দামোদর

১১. বক্রেশ্বর যে জন্য বিখ্যাত তা হল—
উষ্ণ প্রস্রবন
মরুভূমি
পাহাড়
বনভূমি

১২. পশ্চিমবঙ্গের যে জেলায় জনবসতির ঘনত্ব সবচেয়ে কম—
পুরুলিয়া
বীরভূম
বাঁকুড়া
বর্ধমান

১৩. পূর্ব মেদিনীপুর জেলার সদর দপ্তর—
ঝাড়গ্রাম
পাঁশকুড়া
বীরসিংহগ্রাম
তমলুক

১৪. ইতিহসখ্যাত 'পলাশি' যে জেলার অন্তর্গত—
বীরভূম
নদীয়া
মুর্শিদাবাদ
উত্তর ২৪ পরগণা

১৫. যে জেলার প্রাচীন নাম গৌড়—
মালদা
মুর্শিদাবাদ
দার্জিলিং
কালিম্পং


ক্যুইজ ২৭-এর উত্তর

১. সিউড়ি ২. মাইথন ২ মে ৩. তুলা ৪. অভ্র ৫. টোকিও ৬. কফি ৭. এডিনবরা ৮. ঘারওয়ার  ৯. টোকিও ১০. জাপান ১১. জাপান ১২. তেহেরান ১৩. আবাদান ১৪. ১০০% ১৫. সূর্য

পেজে লাইক দিন👇

Post a Comment

0 Comments