জ্বলদর্চি

ক্যুইজ-৩০/ সাগর মাহাত

ক্যুইজ-৩০/ সাগর মাহাত

১. কালাহরি মরুভূমি অবস্থিত যে দেশে—
বৎসোয়ানা
চিন
পোল্যাণ্ড
আর্জেন্টিনা

২. সবরমতি নদীর উৎস—
আরাবল্লি
কাঞ্চনজঙ্ঘা
হিমালয়
এভারেস্ট

৩. ভারতের বৃহত্তম চিড়িয়াখানাটি রয়েছে—
এলাহাবাদে
কলকাতায়
আসামে
মেঘালয়ে


৪. গোমতি নদীর তীরে অবস্থিত শহরটি হল—
লক্ষ্ণৌ
পুরী
কানপুর
রাঁচি


৫. ইন্দিরা পয়েন্ট হল ভারতের—
দক্ষিণতম স্থলবিন্দু
পূর্ব স্থলবিন্দু
পশ্চিমতম স্থলবিন্দু
উত্তরতম স্থলবিন্দু

৬. নাগার্জুন সাগর যে নদীর উপর নির্মিত—
কৃৃৃষ্ণা
কাবেরি
গঙ্গা
নর্মদা

৭. ভারতের বৃৃৃৃহত্তম মিষ্ট জলের হ্রদ—
উলার
সুয়েজখাল
সম্বর
লোকটাক

৮. ভুটানের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ—
চোমোলহরি
থিম্পু
কুলা কাউড়ি
নৌশাক


৯. ভারত ও শ্রীলঙ্কার মাঝখানে অবস্থিত উপসাগর—
আরবসাগর
মান্নার উপসাগর
বঙ্গোপসাগর
ভারত মহাসাগর


১০. দঃ রোন্ডেশিয়া বর্তমানে যে নামে পরিচিত—
লাসা
ভেনিস
জাম্বিয়া
জিম্বাবোয়ে

১১. যে দেশ সবচেয়ে বেশি সোনা উৎপন্ন করে—
পাকিস্তান
দক্ষিণ আফ্রিকা
ইরান
বাংলাদেশ

১২. সমুদ্রের দান বলা হয়—
কেরল
দিল্লি
আসাম
কর্ণাটককে

১৩. জাপানি পদ্ধতি ব্যবহার করা হয় যে চাষের জন্য—
ধান
বস্ত্র
কফি
গম

১৪. শুশুনিয়া পাহাড় অবস্থিত যে জেলায়—
হুগলি
বাঁকুড়া
পুরুলিয়া
বীরভূম

১৫. তুলবুল প্রকল্প যে নদীর তীরে গড়ে উঠেছে—
ঝিলাম
সুতলেজ
তৃষ্ণা
যমুনা


ক্যুইজ ২৯-এর উত্তর

১. তামিলনাড়ু ২. মহানন্দা ৩ মহারাষ্ট্র ৪. চেন্নাই ৫. শিপ্রা ৬. উত্তরাঞ্চল ৭. ভাকরা ৮. ২৫২৬ কিমি ৯. তৈলশোধনাগার ১০. গৌয়া ১১. ব্রহ্মপুত্র ১২. শ্রীলঙ্কা ১৩. গঙ্গা ১৪. কাগজ ১৫. পাটনা
 
পেজে লাইক দিন👇

Post a Comment

0 Comments