এক সারি কবিতা 
সোমদত্তা 
ফাঁকি
মনে হয় বেশ ভালো ই আছিস 
রাতের তারায় আমায় খুঁজিস?
দিনের বেলা ট্রেনে  বাসে 
পুরোনো শব্দেরা ভিড় করে আসে 
স্কুলের  ক্লাসে  কিম্বা  অফিস পাড়ায়  
আমায় কি আর  মনে পরায়? 
নদীর ঘাটে যখন তুই 
মনে হয় না কাউকে ছুঁই? 
আমি আছি, 
যদি নাই বা থাকি  
কোথাও কি নেই এতটুকু ফাঁকি?
হয়তো আমি ভালো নেই,
একছুটে যাই ছাদে... 
কান্না পেলেই।।
দিন বদল 
নদীর ঘাটে নৌকা বাঁধা 
ঢেউয়ের তালে নাচছে 
পুরানো নৌকা, পুরানো রঙ
এক ই ছবি আঁকছে। 
চল না নৌকা মাঝ দরিয়ায় 
এগিয়ে নিয়ে যাই 
সেই খানেতে নতুন প্রাণের 
নতুন কথা পাই।। 
এলোমেলো ভাসতে  ভাসতে 
এগিয়ে পিছিয়ে থাকি, 
আমার জন্য নতুন কি দিন... 
সেই ছবি টাই আঁকি।।
ফেরা 
আকাশ ভরা তারা  
আমি একটা তারা খুঁজে ই সারা 
একটা ই তো চাঁদ, 
তোর আর আমার আলাদা ছাদ 
তোর ছাদেতে আলো, 
আমার শুধু ই  অন্ধকার, 
আমার সেটা ই বোধহয়  ভালো । 
আমার চারপাশে তে  তারা 
আমি  একা একাই  থাকি , 
তুই অনেক তারার মত , 
কেবল মাত্র ফাঁকি। 
এই ফাঁকি টাই সেরা, 
আমার আবার অন্ধকারে ফেরা।।
জ্বলদর্চি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন। 👇
না বুঝেই 
বাইরে হিমেল বাতাস বয় 
মনের ভেতর আগুন 
ওরে মেয়ে বুঝবি কবে, 
আসছে যে কাল ফাগুন।। 
তবু মনের মাঝে জ্বলতে থাকে 
দাউ দাউ  দাউ ... 
বাইরে থেকে বোঝে না কেউ 
ভেতরের খিদে টাও।। 
মনের খিদে বুঝবে না কেউ, 
দায় নেই তো  কারো,  
তোর জ্বালা তুই বইতে থাক 
আরো... হয়তো  আরো।। 
ও মেয়ে তুই বুঝবি কবে 
দিন তো প্রায় শেষ, 
কি হবে  ছাই বুঝেই এত 
এই তো আছি বেশ।।
জ্বলদর্চি তিরিশ পেরিয়ে 👇
 
  


 
 
 
 
 
 
 
1 Comments
ছন্দ মাধুর্য ধ্বনি মাধুর্য বজায় রাখতে গেলেও মূল কবিতাটিকে বোধহয় খেয়াল রাখতে হবে, আমার কাছে তাল কেটেছে। একদম নিখাদ গদ্যেও একটা পদ্যের ঝঙ্কার লুকিয়ে থাকে। কবিতা জীবনের এক দূর্জ্ঞেয় রহস্য , খোলামেলা না। শুভেচ্ছা রইলো। 🌹
ReplyDelete