জ্বলদর্চি

ক্যুইজ-৩২/ সাগর মাহাত

ক্যুইজ-৩২/ সাগর মাহাত

১.  মিলখা সিং এর আত্মজীবনী 'দ্য রেস অফ মাই লাইফ' প্রকাশিত হয়—
২০১১ সালে
২০১২ সালে
২০১৩ সালে
২০১৪ সালে

২. বর্তমান(২০২১) মেস্কিকোর রাষ্ট্রপতির নাম—
আন্দ্রেস ম্যানুয়েল
জো বাইডন
স্কট মরিসন
মুন যে ইন

৩. 'Believe what life and cricket taught me' আত্মজীবনীটি হল—
সুরেশ রায়না
শচিন তেন্ডুলকর
মহেন্দ্র সিং ধনী
যুবরাজ সিং

৪. নিতি আয়োগের সদর দপ্তর অবস্থিত—
নিউ দিল্লি
পাটনা
আগরতলা
পুরুলিয়া


৫. 'আত্মনির্ভর ভারত অভিযান' শুরু হয়—
১২ মে
১২ জানুয়ারি
১৩ ডিসেম্বর
১ জানুয়ারি


৬. যে রাজ্যে প্রথম দুই সন্তান নীতি চালু হয়—
কেরল
আসাম
পশ্চিমবঙ্গ
গুজরাট

৭. ৩ জানুয়ারি যে রাজ্যের পুলিশ 'সাইবার সেফ ওমোন' অভিযান চালু করে—
পশ্চিমবঙ্গ
মহারাষ্ট্র
বিহার
উত্তরপ্রদেশ

৮. 'বিক্রম সারাভাই চিলড্রেন ইনোভেশন সেন্টার' প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয় যে রাজ্য—
গুজরাট
পঞ্জাব
বিহার
মণিপুর


৯. ২০-২৬ জানুয়ারি ১২তম ন্যাশনাল ট্রাইবাল ইয়ুথ এক্সচেঞ্জ প্রোগ্রাম আয়োজিত হয়—
বিহার
সিকিম
পদুচেরি
আসাম


১০. প্রথম দেশ হিসেবে সানক্রিমের ওপর নিষেধাজ্ঞা জারি করে—
ভারত
পালাও
বাংলাদেশ
চিন


১১. ভারতীয় পর্যটকদের জন্য ই-ভিসার সুবিধা প্রদান করার প্রস্তাব দেয়—
চিন
সুদান
নেপাল
দক্ষিণ আফ্রিকা

১২. ২৪ জানুয়ারি ভারতের প্রথম ই-ওয়েস্ট ক্লিনিক চালু হয়—
পশ্চিমবঙ্গের বাঁকুড়া
মধ্যপ্রদেশের ভোপাল
রাজস্থানের জয়পুর
বিহারের পাটনা

১৩. যে রাজ্যের 'আমিন' গ্রামের নতুন নাম অভিমন্যুপুর—
বিহার
উত্তরপ্রদেশ
হরিয়ানা
তামিলনাড়ু

১৪. দেশের বৃহত্তম কোভিড-১৯ হাসপাতালটি রয়েছে—
আসাম
মণিপুর
ওড়িশা
উত্তরপ্রদেশ

১৫. দেশের মধ্যে প্রথম 'মিড ডে মিল রেশন' ব্যবস্থা চালু হয়—
মধ্যপ্রদেশ
পশ্চিমবঙ্গ
উত্তরপ্রদেশ
বিহার

জ্বলদর্চি তিরিশ পেরিয়ে... 

ক্যুইজ ৩১-এর উত্তর

১. সবকটি ২. ২০১৫ খ্রি. ৩ ৩ প্রকার ৪. পঞ্চায়েত ৫. M3 ৬. নরসিমহার কমিটি ৭. VGB ৮. Bank এর সাথে ৯. para banking activities ১০. সবুজ বিপ্লব ১১. পশ্চিমবঙ্গ ১২. গম ১৩. নীল বিপ্লব ১৪. ২০১৪ খ্রি. ১৫. ১৯৪৪ খ্রি.

Post a Comment

0 Comments