সহজ খেলা
নরেন হালদার
বাড়ি থেকে মনের দূরত্ব অঙ্কের মতো সহজ।
বাড়ি থাকে বাড়িতে আর মন থাকে মনে
সারাটাদিন এ অন্যের দিকে তাকিয়ে থাকে,
যেন ইতিহাসের পথহারা নাবিক।
বাড়িতে ঢোকার রাস্তাটা মনের ভেতর দিয়েই যেতে হয়
মন দাঁড়িয়ে থাকে বৃষ্টি আর বাতাসকে সঙ্গে নিয়ে।
বৃষ্টি আর বাতাস যে যার মতো -
কখনো ভয়ঙ্কর ত্রাস, কখনো বধূর আঁচল ওড়ানো মৃদু বাতাস।
মনকে দেয় অভিভাবকত্ব।
বৃষ্টি আর বাতাসকে বুঝিয়ে নিতে হবে বাড়িতে।
সকলের বাড়ির যে খুব প্রয়োজন।
জ্বলদর্চি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন। 👇
যোদ্ধা
নারায়ণ প্রসাদ জানা
একটি মেয়ে শুধু বৃষ্টিকে ভালোবেসে
একদিন মেঘ হয়ে উড়ে গেল পাহাড় দেশে ।
যে মেয়েটি ঝর্ণার মত চঞ্চল
হঠাৎ নদী হয়ে হারিয়ে গেল সাগরে।
যে মেয়েটি যুদ্ধে গেল
শুধু সে এলোনা ফিরে ;
ফিরে এল তার ঘোড়া ।
ঘোড়াটি প্রতিদিন মেয়েটির সমাধিতে গিয়ে
অভ্যাস করে যুদ্ধের নানান কলাকৌশল ,
যাতে আর কোনো মেয়ে বর্বরতার সাথে
লড়াই করতে গিয়ে -
লাশ হয়ে ফিরে না আসে।
1 Comments
ধন্যবাদ
ReplyDelete