জ্বলদর্চি

মারিব না /ভাস্করব্রত পতি

বাংলা প্যারোডি কবিতা, পর্ব -- ৭

মারিব না

ভাস্করব্রত পতি

'মারিব না' একথাটি বলিওনা আর,
কেন মারিবে না তাহা ভাবো শতবার।
কত লোকে মারে টাকা
জমিজমা সব ফাঁকা,
চুপচাপ ঝুপঝাপ করো হে কাবার,
লাজ ঘৃণা ভয় ঝেড়ে লাগো বারবার।

'মারিব না' বলে মুখে দিওনা দুয়ার,
সাধু সেজে কাজ নাই পৃথিবীতে আর।
সতীপনা করে যাঁরা
কিছুই পায়না তাঁরা
আখের গোছাতে করো 'সততা' সাবাড়,
গাড়ি বাড়ি সম্মান জুটবে হাজার।

মেঠো ঘরে থেকে কেন বাড়াও লাচার?
সবাই ঠুকবে সেলাম ট্যাঁক হলে ভার।।
'মারিতং' শিখতে হলে,
প্রেস্টিজ দূরে ঠেলে,
লুঠ করে ভরে ফ্যালো নিজের ভাঁড়ার,
জীবনেতে আসবেই সুখের জোয়ার।।




পারিব না

কালীপ্রসন্ন ঘোষ

‘পারিব না’ একথাটি বলিও না আর,
কেন পারিবে না তাহা ভাব একবার;
পাঁচজনে পারে যাহা,
তুমিও পারিবে তাহা,
পার কি না পার কর যতন আবার
একবার না পারিলে দেখ শতবার।

পারিবে না বলে মুখ করিও না ভার,
ও কথাটি মুখে যেন না শুনি তোমার।
অলস অবোধ যারা
কিছুই পারে না তারা,
তোমায় তো দেখি নাক তাদের আকার
তবে কেন ‘পারিব না’ বল বার বার ?

জলে না নামিলে কেহ শিখে না সাঁতার,
হাঁটিতে শিখে না কেহ না খেয়ে আছাড়,
সাঁতার শিখিতে হলে
আগে তবে নাম জলে,
আছাড়ে করিয়া হেলা ‘হাঁট’ আর বার;
পারিব বলিয়া সুখে হও আগুসার।


জ্বলদর্চি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন। 👇



Post a Comment

1 Comments