জ্বলদর্চি

জনৈক বিরহীর আক্ষেপ /বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়


জনৈক বিরহীর আক্ষেপ
বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়

ব্যস্ত কি খুবই ? কথা বলবার 
সময় কি নাই মোটে ?
ভাবছো এ ন্যাকা এমন সময়ই-
কোথা হতে রোজ  জোটে ?

 ভালোবাসি তাই নিয়তই খুঁজি-
মাঝে মাঝে চলে আসি-
বলতে একথা, "বন্ধু তোমায়
খুবই আমি ভালোবাসি।"

ছবি যে চাইবো নিষেধ করেছো,
চাইবো না ছবি আর ,
কি নিয়ে বন্ধু  থাকবো বলতো
নির্দেশ দাও তার ।

টা টা বাই বাই আজ তবে যাই -
আসবো না কাছে আর ,
সুন্দর মুখ মনে গেঁথে নিয়ে-
করবো সময়  পার ।

দুঃখ আমার জীবনের সার-
বন্ধুকে ভালোবেসে ,
কোথায় এখন যাই বলো ওগো,
কোথা যাই আজ ভেসে ?

 ও বন্ধু, তুমি পড়লে কি সব-
আমার এ দুখের কথা ?
এতো টুকু যদি ভালোবাসা দিতে-
দূর হতো সব ব্যথা ।

বুক নিংড়ানো এই সব কথা
চোখের জলেতে লেখা,
কে বা বোঝে সব , কে বা দেখে সব -
কে বা দেয় এসে দেখা  ?

অনুরোধ করি বন্ধু তোমায় ,
ভালোবেসে কাছে এসো -
 অপ্রেমী তুমি জানি তো এ কথা
অভিনয়ে ভালোবেসো ।

এতো টুকু যদি ভালোবাসা দিতে-
মিথ্যে হলেও নিতাম ,
গভীর রাত্রে জোনাকির আলো-
তবুও তো আলো পেতাম ।

অভিনয় গুণে এ ভালোবাসাই
সত্যি তা মনে হতো -
সে ভালোবাসায় শূন্য এ মন
খানিক শান্তি পেতো ।

জ্বলদর্চি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন। 👇



Post a Comment

0 Comments