জ্বলদর্চি

তুলসী দাস মাইতি ও অরুণ দাস-এর কবিতা

অথ রাত্রি ও ঘুম কথা
তুলসীদাস মাইতি


এখনও জেগে আছো ঋত্বিকবাবু? 

রাত্রি নতজানু হয়ে আছে তোমার চোখের ভেতর।
সন্ধেবেলা যে চাঁদে ছিল রাহুর ছায়া এখন সেখানে মুগ্ধ মেঘেরা বেঁধেছে ঘর। 

এখনও কি জেগে আছো ঋত্বিকবাবু! 

যে ছিল মানুষের মতো! ঘোরাফেরা করেছে তোমার আশেপাশে! পলায়ন পর্ব শেষে বাকল খসা সরাইখানায় তারাও মেতেছে নির্বিকার! 

জিহ্বা ও মাথা জমা রেখে রাত্রিচর মানুষ পা দিয়ে নিচ্ছে স্বাদ। উল্লাসে তাদের চারকোলের ধুলো। 

উঠোন এঁটে ঘুমিয়েছে অন্ধ মানুষেরাও। 
বাতিহীন ঘরে কত আর জেগে থাকবে তুমি ঋত্বিকবাবু? সহজ কাব্যভূমিতে ঘুম দাও। সহজ ঘুম।

ঘুম তোমার ভ্রূপল্লবে। তাকে চোখে আনো।


জ্বলদর্চি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন। 👇


জ্বলদর্চি তিরিশ পেরিয়ে... 
বর্ণে লেখা ব্রহ্ম
অরুণ দাস


চাঁদহীন রাতে
হারানো সুরে আঁকি
প্রয়াগ ৷
নিঝুম, নিসর্গ ঘুম
সঙ্গম ছুঁয়ে থাকা ঈশ্বরীর পা
সৌম্য শিবের জটা ছুঁয়ে আদুরে গঙ্গায়
যমুনা যেন আদিবাসী সন্ধ্যায়
            পথ হারানো কিশোরী
পর্ণমোচী ভোরে,
       বর্ণ লেখা সরস্বতী শীত ৷

..... আরাধ্য জীবন
এ মুগ্ধ শরীরে লিখে রাখি 
                          দৈব জীবন ৷

Post a Comment

1 Comments

  1. মুগ্ধ হয়ে গেছি। দুটি কবিতাই খুব সুন্দর হয়েছে ।শুভেচ্ছা অফুরান ।

    ReplyDelete