জ্বলদর্চি

তিনটি কবিতা /শুভদীপ রায়

তিনটি কবিতা 

শুভদীপ রায়

অভিলাষ 

আমি বিনা অনুমতিতে তোমার কোলে মাথা রাখার অধিকার চাই। 
আমার বই-এর তাকে তোমার শরীরের গন্ধ চাই।
আর চাই, বই এর পাতায় তোমার স্পর্শের অনুভূতি।

আমি রোদ হয়ে তোমায় জড়িয়ে ধরতে চাই।
আমি ফুল হয়ে তোমার খোঁপায় ঘুমতে চাই।
আমি লজ্জা হয়ে তোমার হাসিতে লুকতে চাই।
আমি বৃষ্টি হয়ে তোমায় ছুঁয়ে দেখতে চাই।
আমি ঝড় হয়ে তোমায় ভয় দেখাতে চাই।
আমি গাছ হয়ে তোমায় আগলে রাখতে চাই।

আমি পাখি হয়ে তোমার ঘুম ভাঙাতে চাই।
আমি কবিতা হয়ে তোমার ঘুম কাড়তে চাই।
আমি তারা হয়ে তোমায় ঘুম পাড়াতে চাই।

আমি স্বপ্ন হয়ে তোমার স্বপ্নে ভাসতে চাই।
আমি কষ্ট হলে তোমার চেয়ে দূরে থাকতে চাই। 
আমি সুখ হলে তোমায় সুখি রাখতে চাই।
আমি দুঃখ হয়ে তোমার কান্নায় ভিজতে চাই। 

আমি বীর হয়ে তোমার গাঁথা বুনতে চাই।
আমি বোকা হয়ে তোমার কথায় হাসতে চাই। 
আমি প্রেমিক হয়ে তোমার কাছে আসতে চাই
আর আমি তোমায়...
শুধু তোমায়, ভালোবাসতে চাই।

জ্বলদর্চি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন। 👇




নিবেদন 

তোমার চোখের তারায় কৃষ্ণগহ্বর,
যেখানে বিলিন হয় শত শত প্রেমের আকাশ।
তোমার চোখের কাজলে- 
ডুব দেয় পূর্ণিমার অভিমানী চাঁদ।
আর তোমার ঝুল বারান্দায়-
সবচেয়ে উজ্জ্বল জ্যোতিষ্কদের নিরন্তর যাতায়াত।

তোমার প্রতি দৃষ্টিতে প্রত্যক্ষ কিউপিডের আঘাত।
তোমার প্রতি পদক্ষেপে বোমারু বিমান হানা দেয়
প্রেমিকের মনে।
আর আমি? অতি ক্ষুদ্র, সংকীর্ণ, ভীতু!
তোমার চোখে চোখ রাখতে ভয় হয়,
যদি হারিয়ে যাই?
তবে তোমায় দেখি; দূর থেকেই।

তোমার মনখারাপের রাতে -
আমার মনের একতারাতে লাগে টান।
তোমার খুশির বিকেলে-
আমার আকাশ হয়ে ওঠে লাল।
আর তুমি যখন হারিয়ে যাও!
তখন আমি খুঁজে পাই তোমায়।
অতি সন্তর্পণে-
আমার হৃদয়ে।


অনুরাধা 

তার চোখের কাজলে কত শতাব্দীর নীরব অভিমান।
তার ঠোঁটের হাসিতে শত নক্ষত্রের সঞ্চিত নরম প্রান।
তার কেশে বয়ে চলে এক নবযুবতী কল্লোলিনী‌র কলোতান।
নাম তার অনুরাধা, আমার স্মৃতিই তার বাসস্থান।

নষ্ট চাঁদের উষ্ণ স্পর্শও তার শরীর ছুঁতে চায়।
তাকে কাছে পেতে মেঘের বুক ছিঁড়ে নেমে আসে অসময়ের বৃষ্টি।
দিন শেষে পাখিদের ঘরে ফেরার যেন সে গান।

শীতের শিশিরের ঘ্রাণ গায়ে মেখে, তার সাথে আমার প্রথম দেখা।
সে যেন প্রথম ভোরে ফুটে ওঠা ফুলের  মতোই কলঙ্কহীনা।
তবে সে ফুল নয়! হতেও চায়নি কখনো!
এক বুক চাতকের পিপাসা তার বুকে।
প্রথম আমের মুকুলের মতোই শুভ্র তার প্রেম।
সে কোনদিনো ফুল হতে চায়নি-
সে চেয়েছিল একান্ত প্রেমিকা হয়ে, হাতে হাত রেখে হারিয়ে যেতে-
সে অনুরাধা...
আমার স্মৃতিই তার একমাত্র ঠিকানা।

Post a Comment

1 Comments

  1. চমৎকার হয়েছে..সহজ গদ্যছন্দে অনাবিল প্রেমের কথকতা।

    ReplyDelete