সত্য
শ্যামলশুভা ভঞ্জ পণ্ডিত
কুরুক্ষেত্র যুদ্ধ অবসান।
ঘনঘোর অমানিশা।
মাটি ছুঁয়ে শাশ্বত অন্ধকার-
আজানুলম্বিত শুয়ে আছে রাত।
নিশাচর হিংস্র আতর্নাদে
পঙ্কিল পিচ্ছিল পথ দিশাহীন।
মৃত পৃথিবীর বুকে
অবিনশ্বর ইতিহাস গড়ে তোলে রাজস্তম্ভ ,
ভাঙে নিজের খেয়ালে।
রথচক্র ডুবে যায় মাটির গভীরে।
পরিচয়হীন বিস্মৃত অবজ্ঞাটুকু মেখে একা ।
একাকী, তুমি কবচ কুণ্ডলহীন।
হিম হিম শিশিরের মতো
ঝরে পড়ে জয় পরাজয়।
তোমাকে জেনেছি। জানি।
জয় শেষ সত্য নয় |
জ্বলদর্চি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন। 👇
কৃতশেষ
সিদ্ধার্থ সাঁতরা
ক্রমাগত কোনঠাসা হতে হতে
কতকিছু না পারা নিয়েই জীবন..
জলসা থেকে ভেসে আসছে সুর
অন্ধকার জানালার বাইরে শব্দ-দানব
হুমকির তাল কিছুটা রাগিণীর মতো
হওয়ারা বেমালুম গায়েব
সুরের বিভ্রম উন্মাদ ঝড়ো হাওয়া যেন
আচ্ছন্ন ইন্দ্রিয় বোঝেনি ভালোবাসার মাহাত্ম্য
ভ্রূক্ষেপহীন দেদার জীবন
কৃতশেষ অন্ধকূপের মতো
অতিমারী আরও কিছু কিছু বিষণ্ণ কতজন।
বেঁচে থাকা অনিশ্চিত এখন
তবু বেঁচে আছি
নিশানা বিহীন লাগামের মতো...
জ্বলদর্চি তিরিশ পেরিয়ে 👇
0 Comments