বাঁশি
তড়িৎ ভট্টাচাৰ্য্য
বাঁশি বাজে আপন সুরে
সাত ফোকড়ে সা রে গা মা
বিশ্ব জগৎ মাতিয়ে তোলে
যায় না করা কোন সীমা
সুখে বাজে দুঃখে বাজে
বাজে নানান উৎসবেতে
বাঁশি বাজে মনের ভেতর
দিনে এবং গভীর রাতে
আষাঢ় মেঘের ভেলায় চেপে
বাঁশি বাজে বাদল সুরে
ঝর ঝরিয়ে ঝরে পড়ে
সুরে সুরে ধরার পড়ে
নীল গগনে শরৎ মেঘে
আলোর বেণু বেজে ওঠে
খুশির নেশায় পাগল এমন
আনন্দেতে উধাও বটে
বাঁশি আমায় ঘরে বাঁধে
বাঁশিই করে ঘর ছাড়া
বাঁশির ডাকে যাই বেরিয়ে
হিসাব বিহীন ছন্নছাড়া
সাত ফুটোতে সাতটি সুরের
কতো রকম কেরামতি
বাঁশি আমার জীবন মরণ
বিস্ময় যে ভরা অতি
ডাকলে বাঁশি যেতেই হবে
ছিন্ন করে থাকনা বাঁধা
যেমন করে গিয়েছিলেন
একদিন যে ঘরের রাধা ।
জ্বলদর্চি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন। 👇
সুস্বাগতম
সুমিত্ৰা ঘোষ
সবাই মিলে তুলবো ধ্বনি
চাই না অশান্তি, চাই শান্তি
ফেলে আসা বীভৎস স্মৃতি
হয় যেন চির অবলুপ্তি।
ফেলে আসা জীবনের যত
গ্লানি ধুয়ে মুছে যাক
একটা পরিচয় হয় যেন হয়
প্রকৃত মানুষ হয়ে ভয় করব জয় ।
জ্বলদর্চি তিরিশ পেরিয়ে 👇
0 Comments