জ্বলদর্চি

একগুচ্ছ কবিতা /অমিত কুমার রায়

একগুচ্ছ কবিতা 
অমিত কুমার রায়


অবজ্ঞা 

মহাপুরুষের বাণী সব যতো
বানে ভেসে যায় 
এক কানে শোনে আর 
অন্য কানে বিদায়।

ক্ষোভ 

যতনা নিষ্ঠার কাজ করি
নিষ্ঠুর হই ততো
এমনি করে হিংসা মেখে 
নরকে হবো গত।

সম্পর্কে 

চোখে দেখছো সর্ষে ফুল 
হলুদ শাড়ির আঁচল 
ভালোবাসার মধু ভ্রমর অলির
টুসু বাজায় মাদল।


জ্বলদর্চি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন। 👇



বিজ্ঞান 

বিজ্ঞান আর ধর্ম জেনো
রেলের লাইন দুটো 
পাশাপাশি চলতে থাকে তারা 
সমান তালে ছুটো।

বিবর্তন

বিবর্তন ধারা চলছে ধীরে 
গুলাও কেনো ধর্মে
আকাশ অন্ধকারে তারা ফোটে 
দিনের আলোয় মর্মে।

স্বার্থ

সব কিছুতেই স্বার্থ খুঁজে 
মানব পূজা হয় না 
দেশের সেবায় ব্রতী হলে 
তারাই হীরার গয়না।

 জ্ঞান অজ্ঞান

চার্লস ডারউইন বিজ্ঞান জ্ঞান 
বাস্তবে দাঁড়িয়ে আলো
আদম ইভ প্রশ্ন করো?
বাঁদর তারা ছিল?

দাম্ভিক

ন‍্যায‍্য প্রাপ‍্য চাইলে ধমক 
কিম্বা বন‍্য চমক 
এরা মানুষ নাকি ভয়াল
দাম্ভিক মুখোশধারী ময়াল!

কোপ
কেউ কেউ উল্লাস রোষে 
কোপ মারে মানে 
অর্থে কোপ যশে কোপ
হিংসা ঈর্ষা টানে।

মাতৃভাষার জন্যে 

মাতৃভাষার জন্যে লড়াই 
চলছে আজও ভাই,
বাংরেজিতে ছাইছে আকাশ 
হও সাবধান সবাই।

আটের ফাগুন জ্বালালো আগুন!
মিছিলের সেই স্রোতে!
পাকিস্তানির বুলেট বিঁধে
রক্ত পলাশ পথে।

মাতৃভাষার দিবস মানে 
বাংলা ভাষার গান,
শহীদ বেদীর তলায় দাঁড়াও 
শ্রদ্ধা জানাক প্রাণ।

মাতৃভাষা আমার ভাষা 
অমর ভাষা ভাই,
এই ভাষাতে কথা বলে 
শান্তি আমি পাই।

মাতৃভাষা বাংলা ভাষা 
ভাবের বাসা ভাই,
ভালোবাসার পরশমণি
কাব‍্য লিখে যাই।

ছন্দে সুরে গদ্যে পুরে
বাউল নদীর নাচ!
পাখি ফুলের আকাশ মাটি 
হৃদয় চারা গাছ।

যেথায় যাবো বাংলা বোলে
বলবো হেসে কথা,
বৃষ্টি হোক বা না হোক জেনো
ঝর্ণা হবো তথা।

গ্রীষ্ম বর্ষা হেমন্ত শীত 
থাকুক বা না থাকুক,
নক্সী কাঁথা রঙিন ছাতা
ওম উত্তাপে রাখুক।

জানি বন্ধু জানি আমি 
শুনে তুমি হাসবে!
বাংলা ভাষা বিশ্ব জয়ী 
গর্বে সেদিন ভাসবে।

আসছে সেদিন বাংলা ভাষা 
সব ভাষা কে ঠেলে,
পাখির মতো উড়বে আহা
সোনার ডানা মেলে।

পাখির কোনো দেশ নেই কোনো।
কাঁটা তার সে ছার,
পেরিয়ে যায় সাগর পাহাড় 
নদীর দুটি পার।

পাগল বলো আর যাই বলো
দিন রাত বলে নাই ---
শপথ নিলাম বাংলা ভাষা আমি তোমায় চাই।।


Post a Comment

0 Comments