জ্বলদর্চি

স্বপনকুমার দে ও অমর সাহা-র কবিতা

মরুতৃষা 
স্বপন কুমার দে 

দাও হে অনল, এ দারুণ ক্ষুধায় -
ছিঁড়ে খাক্ নাড়ি ভুঁড়ি। 
কয়লার স্তূপে জমা হোক নিথর হৃদয়। 

একটা মানুষ জন্মে ; ঢের বড়ো হয় অভিজ্ঞতায় । 
সাপলুডো খেলা খেলে খেলে 
দেহময় জরা ,ক্লান্তির ক্ষয়ে যাওয়া ঠোঁট। 

ভীরুতায় যে আকাশ মলিন, মৃততনু,
তার তো থাকে না কোনো স্থান, 
অভিমানে ক্রুদ্ধ হয় ঝঞ্ঝার দাপট। 

তারও প্রাণ কাঁপে দখিনা হাওয়ায় 
নিভু নিভু প্রদীপের সলতেই 
জাগে প্রাণ জীবনের অনুরাগ।

জ্বলদর্চি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন। 👇


জ্বলদর্চি তিরিশ পেরিয়ে... 
প্রেম
 অমর সাহা

যার সুললিত হাতের স্পর্শ নিশ্বাসের ধ্বনি
আমার আস্যে ও কর্ণে ঝংকার তোলার কথা
সে কোথাও হারিয়ে গেলো ; চিরতরে মর্ত্যলোকে ৷
প্রতিদিন আমার শোবার ঘরে সূর্যালোক পড়ে
কখনো কখনো সূর্যের রক্তিম আভায় তার আস্য
ভেসে ওঠে ; কথা শুনি— স্পর্শ করি রেশমের মতো চুল
তার কথাগুলি আজও মর্মে পীড়া দেয় ;
তখন তো বুঝিনি আমি — নারীর হৃদয়
কী গভীর ভালোবাসায় আঁকড়ে ধরে রাখে ৷
পারিনি আমি তার বুকে বল দিতে
নিরপরাধ ভালোবাসা ছিল তার মনে
জন্মান্তর হলে তাকে যেন ফিরে পাই
পুনর্জন্মের বসন্তের রক্তিম দিনগুলিতে ৷




Post a Comment

0 Comments