জ্বলদর্চি

রাজর্ষি রায় ও রূপককুমার হাতী-র কবিতা

ভোকাট্টা
রাজর্ষি রায়

একদিন সবাইকে অবাক করে দিয়ে তুমি আসবে
একদিন সবাইকে চমকে দিয়ে তুমি চলে এসো
একদিন সবাই তোমার জন্য কাঁদবে
 আর তুমি তখন হাসবে
একদিন সবাই যে যার মতো 
ঘুরে যাবে নিজের চারপাশে
একদিন যে যার রাস্তা দেখে নেবে নিজ কক্ষপথে
একদিন যে যার নিজ বলয়ের আবর্তে 
ঘুরতে ঘুরতে ঘুরতে ঘুরতে 
লাটাইয়ের হাতে ভোকাট্টা।



জ্বলদর্চি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন। 👇



নির্লিজ্জ বাস্তব 
রূপককুমার হাতী

না চাইলে ও ঘটে যাবে অঘটন ! পৌষের কোনো এক ভোরে -
 চিৎ হয়ে শুতে হবে তবু ,জগতের সেরা বিছানায় ; 
যখন ঘরে ঘরে উৎসবের ধুম, পিঠে পায়েসের গন্ধে ভরপুর,
ছোট- বড় মালা -দীপ -ধূপে - যেন কোনো বড় আয়োজন ! 
প্রিয় পুষি মিউ মিউ ডাকে , বোঝা দায় পিরীতে না পিন্ড। 
প্রিয়জন , যত ভাগীদার - মনে মনে কষে নেয় হিসাব যে যার। 
তাদের বেদনার জল , পারে না নেভাতে তবু চিতার আগুন । আমার -
প্রিয় এই পৃথিবী ,চেনা এই মাঠ -ঘাট -লোকজন যত -
নিজের ছন্দে মাতোয়ারা ,যে যার মতো ।
ঝলসানো হই , তবু মনে মনে জমে খেদ- ক্ষোভ আর অভিমান।
বৃথা ! ভালোবাসা - সুখদুঃখ - মায়ামোহ মিলায় নিমিষে, মৃত্যুই -
বাস্তব, এ প্রাণের শেষ  পরিণাম ।

Post a Comment

0 Comments