জ্বলদর্চি

এঁড়ে খোকা /ভাস্করব্রত পতি

বাংলা প্যারোডি কবিতা, পর্ব -- ১১

এঁড়ে খোকা

ভাস্করব্রত পতি

তেলের দাম বাড়লো বলে 
সরকারেতে রাগ করো
তোমরা যে সব এঁড়ে খোকা
বিয়ের সময় 'দাম' করো!
তার বেলা?

পণের টাকা, খাট পালঙ্ক
আংটি নুপুর সোনার চুড়ি
ফ্রিজ টিভি আর প্রেসার কুকার
বাইক এসি হাতঘড়ি!
তার বেলা?

মেয়ের বাড়ি গরীব ভীষণ
বর্ষাতে জল ভরায় ঘর
দিন দুবেলা জোটেনা আহার
কান্না ভেজা হৃদয় দোর!
তার বেলা?

ছেলের বাড়ি বলেই নাকি
দয়া মায়া সবই ছুট
বিয়ের সময় লোভির মতো
মেয়ে সহ দেদার লুঠ!
তার বেলা?

তেলের দাম বাড়লো বলে
সরকারেতে রাগ করো
তোমরা যে সব এঁড়ে খোকা
পণের টাকায় যাঁক করো!
তার বেলা?



জ্বলদর্চি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন। 👇




খুকু ও খোকা

অন্নদাশঙ্কর রায় 

তেলের শিশি ভাঙল বলে
খুকুর পরে রাগ করো
তোমরা যে সব বুড়ো খোকা
ভারত ভেঙে ভাগ করো !
তার বেলা?

ভাঙছ প্রদেশ ভাঙছ জেলা
জমিজমা ঘরবাড়ী
পাটের আড়ত্ ধানের গোলা
করখানা আর রেলগাড়ী !
তার বেলা ?

চায়ের বাগান কয়লাখনি
কলেজ থানা আপিস-ঘর
চেয়ার টেবিল দেয়ালঘড়ি
পিয়ন পুলিশ প্রোফেসর !
তার বেলা ?

যুদ্ধ জাহাজ জঙ্গী মোটর
কামান বিমান অশ্ব উট
ভাগাভগির ভাঙাভাঙির
চলছে যেন হরির-লুট !
তার বেলা ?

তেলের শিশি ভাঙল বলে
খুকুর পরে রাগ করো
তোমরা যে সব বুড়ো খোকা
বাঙলা ভেঙে ভাগ করো !
তার বেলা?

Post a Comment

0 Comments