জ্বলদর্চি

রাজর্ষি রায় ও সুব্রত দাস-এর কবিতা

রাজর্ষি রায় ও সুব্রত দাস-এর কবিতা 


চাওয়া
রাজর্ষি রায়

যেদিন চলেই গেল, এলো ফিরে রোজ
তার সাথে কথা বলি, দেখা হলেই খোঁজ

আমার সকল দেখা, দেখা মানেই চোখ
তোমার সকল দেখা, আমাকেই খোঁজে রোজ

অথবা যে দিন গেল, চলে গেল দিন
বসে আছি পথ চেয়ে, হৃদয়ের খোঁজ হীন

আমার সকল দোষ, আমাকে উদাস করে
আমার সকল রোগ, জীবনে বাসা গড়ে

এ বড় কঠিন জীবন, সে বড় অসহায়
এ জীবন কলম হাতে, এক বাটি কালি চায়।


জ্বলদর্চি অ্যাপ ডাউনলোড করে নিন।👇


 সুব্রত দাস 

জীবন রেখা

একটা মানুষ একটি সমান্তরাল 
রেখা টানতে পারে কিন্তু -
সমান্তরাল ভাবে তার জীবন 
কয়েক ঘন্টা চলবে কিনা
বলতে পারে না।
সমান্তরাল, ত্রিকোণ রেখা টানতে 
জিওমেট্রিক বক্সের প্রয়োজন 
এমন কোনো বক্স আমাদের হাতে 
নেই যে আমরা আমৃত্যু ইচ্ছে মতো 
জীবন রেখা টানব
বাধাহীন খুশীর জোয়ারে ভাসবো। 
আমি জানি এ জীবনটা আমার 
কিন্তু আমি কি সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারি? 
যদি তাই হতো তবে শরীরে  আঘাত লাগতো না
অভাব থাকতো না।
যতদিন খুশী যৌবন নিয়ে বেঁচে  থাকতাম 
পৃথিবীর মায়া ত্যাগ করে যেতে হতো না।।





Post a Comment

0 Comments