জ্বলদর্চি

Guilty ওয়ালা চোরাই মুর্দালয় /ভাস্করব্রত পতি


বাংলা প্যারোডি কবিতা, পর্ব -- ১৪

Guilty ওয়ালা চোরাই মুর্দালয়

ভাস্করব্রত পতি 

স্যাণ্ডো চাচু স্যাণ্ডো চাচু তোমার কাছে যাবো
স্যাণ্ডো চাচু তুমি কি আর মোদের কথা ভাবো?
স্যাণ্ডো চাচু, আমরা সবাই বাঁধা তরুমূলে
কর্ম করি অফিস কলেজ হাসপাতাল ও স্কুলে

ছাত্র পড়াই, শেখাই লেখাই জমিয়ে ক্লাসঘর 
খাটনি খেটেও জোটেনা তবু ভাগ্যদেবীর বর 
হকের টাকা আটকে রাখায় ছাড়বোনা ঐ 'শাড়ি'
'প্রাপ্য ভাতা দিননা' বলে মাথায় তুলবো বাড়ি

স্যাণ্ডো চাচু, স্যাণ্ডো চাচু, আপনারা খুব ভালো
আলোর ঝালর গায়ে রাখেন ভাগিয়ে সকল কালো
লুঙ্গি পরে গেঞ্জি গায়ে, টেবিল দেওয়া ঘরে
স্যাণ্ডো চাচু, হাসি মুখে 'দেওয়া নেওয়া' করে

রঙ্গ বঙ্গে অপা'র সঙ্গে টেটেরই মঞ্জরী
আজকে সেসব জানতে পেরে চিন্তা খুবই করি 
খালি খাতায় এক্সাম পাস, লাগছে লক্ষ ষোল
জেলের কোঠায়, স্যাণ্ডো চাচু, অনেক দেখা হলো 

স্যাণ্ডো চাচু, স্যাণ্ডো চাচু, বারো বছর পরে
আজকে কি সেই কীর্তিগুলো ভালোই মনে পড়ে?
যোগ্য যাঁরা বেকার হয়ে হারায় প্রেমিকাকে
চোখের জলে ভিজিয়ে দুয়ার তাকিয়ে থাকে তাকে 

যেদিন তোমায় এনেছিলাম, চেয়েছিলাম 'আলো'
ভেবেছিলাম সবকিছুতে তোমরা হবে ভালো 
মুড়িয়ে দিল স্বপ্ন মোদের, ভিজিয়ে দিল চোখ
এখন শুধু চাইছি কেবল, এবার পতন হোক 

জলাঞ্জলি দিয়েছো সবই, প্রতিটি ঘরে ঘরে 
ক্রোধের আগুন ছলকে এসে সবার ঘাড়ে পড়ে 
উন্নয়নটা হচ্ছে খুবই চোরাপথের বাঁকে
তোলাবাজি ও সিণ্ডিকেটটা নেতার সঙ্গে থাকে 

আজকে মানুষ ভুল বুঝেছে, আসবে তোমার শনি
দাওনা যতই প্রতিশ্রুতি মোদের দিদিমনি
বলছি শোনো, স্যাণ্ডো চাচু, 'পাপ'টা মোদের কই?
পালটে দেবো সবাই যদি, মেরুদণ্ডী হই।



জ্বলদর্চি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন। 👇




মালতীবালা বালিকা বিদ্যালয়

জয় গোস্বামী 

বেণীমাধব, বেণীমাধব, তোমার বাড়ি যাবো
বেণীমাধব, তুমি কি আর আমার কথা ভাবো?
বেণীমাধব, মোহনবাঁশি তমাল তরুমূলে
বাজিয়েছিলে, আমি তখন মালতী ইস্কুলে

ডেস্কে বসে অঙ্ক করি, ছোট্ট ক্লাসঘর
বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর
আমি তখন নবম শ্রেণী, আমি তখন শাড়ি
আলাপ হলো, বেণীমাধব, সুলেখাদের বাড়ি

বেণীমাধব, বেণীমাধব, লেখাপড়ায় ভালো
শহর থেকে বেড়াতে এলে, আমার রঙ কালো
তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে
বেণীমাধব, আমার বাবা দোকানে কাজ করে

কুঞ্জে অলি গুঞ্জে তবু, ফুটেছে মঞ্জরী
সন্ধেবেলা পড়তে বসে অঙ্কে ভুল করি
আমি তখন নবম শ্রেণী, আমি তখন ষোল
ব্রীজের ধারে, বেণীমাধব, লুকিয়ে দেখা হলো

বেণীমাধব, বেণীমাধব, এতদিনের পরে
সত্যি বলো, সে সব কথা এখনো মনে পড়ে?
সে সব কথা বলেছো তুমি তোমার প্রেমিকাকে?
আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে

দেখেছিলাম আলোর নীচে; অপূর্ব সে আলো!
স্বীকার করি, দুজনকেই মানিয়েছিল ভালো
জুড়িয়ে দিলো চোখ আমার, পুড়িয়ে দিলো চোখ
বাড়িতে এসে বলেছিলাম, ওদের ভালো হোক।

রাতে এখন ঘুমাতে যাই একতলার ঘরে
মেঝের উপর বিছানা পাতা, জ্যো‍‍‌ৎস্না এসে পড়ে
আমার পরে যে বোন ছিলো চোরাপথের বাঁকে
মিলিয়ে গেছে, জানি না আজ কার সঙ্গে থাকে

আজ জুটেছে, কাল কী হবে? – কালের ঘরে শনি
আমি এখন এই পাড়ায় সেলাই দিদিমণি
তবু আগুন, বেণীমাধব, আগুন জ্বলে কই?
কেমন হবে, আমিও যদি নষ্ট মেয়ে হই?

Post a Comment

0 Comments