জ্বলদর্চি

প্রেমিক /ভাস্করব্রত পতি

বাংলা প্যারোডি কবিতা, পর্ব -- ২১

প্রেমিক

ভাস্করব্রত পতি

গ্লাসটা আমার ঠোঁটটাকে খুব পছন্দ করে
আমায় অনায়াসে তুলে নিয়ে যায়
চিলা ঘরে
গ্লাসটা আমার সময় ও অর্থ নষ্ট করেছে অনেক
সহসা আমায় 'বেহেড' করে তোলে! 
গ্লাসকে আমি এড়িয়ে থাকি যদি
ভীষণ ক্রোধে চেঁচিয়ে আমায়
মানসিক যন্ত্রনার অতল গভীরে ছুঁড়ে ফেলে দেয়
রাতের আসরে চাঁট নিয়ে অপেক্ষা করে থাকে
আমার ঠোঁটের পরশ পাওয়াই তার প্রিয় খুনসুটি
আমি কখনো যদি
ঝনঝনাৎ কাঁচের মতো
গুঁড়িয়ে দিতে যাই
সে দেখায় তার নেশাড়ু শরীর
সে শরীর ছুঁলে কষ্ট হয় না, প্রাণ ভরে যায়
তন ভরে যায়, মন ভরে যায়। 

জ্বলদর্চি অ্যাপ ডাউনলোড করে নিন।👇

প্রেমিকা

সুনীল গঙ্গোপাধ্যায়

কবিতা আমার ওষ্ঠ কামড়ে আদর করে  
ঘুম থেকে তুলে ডেকে নিয়ে যায়  
ছাদের ঘরে  
কবিতা আমার জামার বোতাম ছিঁড়েছে অনেক  
হঠাৎ জুতোর পেরেক তোলে!  
কবিতাকে আমি ভুলে থাকি যদি  
অমনি সে রেগে হঠাৎ আমায়  
ডবল ডেকার বাসের সামনে ঠেলে ফেলে দেয়  
আমার অসুখে শিয়রের কাছে জেগে বসে থাকে  
আমার অসুখ কেড়ে নেওয়া তার প্রিয় খুনসুটি  
আমি তাকে যদি  
আয়নার মতো  
ভেঙ্গে দিতে যাই  
সে দেখায় তার নগ্ন শরীর  
সে শরীর ছুঁয়ে শান্তি হয় না, বুক জ্বলে যায়  
বুক জ্বলে যায়, বুক জ্বলে যায়। 

Post a Comment

1 Comments

  1. খুব পরিচিত কবিতা বা গানের প্যারডি করা উচিত।

    ReplyDelete