জ্বলদর্চি

তবু শুনে রাখো /ভাস্করব্রত পতি

বাংলা প্যারোডি কবিতা, পর্ব -- ১৯
তবু শুনে রাখো
ভাস্করব্রত পতি

তবু   শুনে রাখো মোর গান ঐ মিছিলে
যদি   "চোর" ধ্বনি আকাশে বাতাসে ঘৃণার আগুন জ্বালে। 
যদি   কেউ করে নাচানাচি,         
রাজপথে দৃপ্ত মিছিলে ধরে প্ল্যাকার্ড ফেস্টুন গাছি --
তবু    শুনে রাখো।      
যদি    যন্ত্রনা হয় তব মাথে 
একবুক রক্ত ঢেলে দিও ঐ রাজপথে,                 
তবু    চিনে রাখো। 
সব রক্তচক্ষুর জবাব দিও সময় এলে হাতে ---
কানে রাখো।           
অবিচল থেকো প্রাণপনে,     
শাসকের অসি ভেঙে দেবে জনগনে --              
সেটা    জেনে রাখো। 

জ্বলদর্চি অ্যাপ ডাউনলোড করে নিন।👇
তবু মনে রেখো
রবীন্দ্রনাথ ঠাকুর

তবু     মনে রেখো যদি দূরে যাই চলে।
যদি     পুরাতন প্রেম ঢাকা পড়ে যায় নবপ্রেমজালে।
যদি    থাকি কাছাকাছি,
দেখিতে না পাও ছায়ার মতন আছি না আছি --
তবু    মনে রেখো।
যদি   জল আসে আঁখিপাতে,
এক দিন যদি খেলা থেমে যায় মধুরাতে,
তবু    মনে রেখো।
এক দিন যদি বাধা পড়ে কাজে শারদ প্রাতে --  
মনে রেখো।
যদি    পড়িয়া মনে
ছলোছলো জল নাই দেখা দেয় নয়নকোণে --
তবু    মনে রেখো।

Post a Comment

1 Comments