ক্যুইজ-৫৬/ সাগর মাহাত
১. যে রাজ্যটির মন্ত্রীসভা 'বন্দে উৎকল জননী' কবিতাকে রাষ্ট্রীয় সংগীত মর্যাদা দেওয়ার অনুমোদন দেয়—
উড়িষ্যা
কর্ণাটক
কেরালা
বিহার
২. দেশের কোন প্রথম কেন্দ্রশাসিত অঞ্চল নাগরিকত্ব সংশোধন আইনের বিরুদ্ধে একটি প্রস্তাব পাশ করে—
ঝাড়খন্ড
গোয়া
বিহার
পুদুচেরি
৩. সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্স এন্ড কাস্টমস-এর বর্তমান চেয়ারম্যান এর নাম কী—
এ. কে. মেহেতা
দীবাকর ব্যানার্জি
প্রণব কুমার দাস
রাজীব ঠাকুর
৪. প্রজাতন্ত্র দিবস অর্থাৎ ২৬ জানুয়ারি কোন সামরিক পুরস্কার দেওয়া হয়ে থাকে—
পদ্মবিভূষণ, পদ্মভূষণ, পদ্মশ্রী
ফেলুদা
জওয়ান
নোবেল
৫. প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে সংবিধানের উপস্থাপক পড়া বাধ্যতামুলক করেছে যে রাজ্য—
মহারাষ্ট্র
পশ্চিমবঙ্গ
ত্রিপুরা
মণিপুর
৬. কোন মন্ত্রালয় স্বচ্ছ সুরভেশন ২০২০ প্রথম ও দ্বিতীয় প্রান্তের ফলাফল ঘোষণা করেছে—
স্বাস্থ্য মন্ত্রক
খাদ্য মন্ত্রক
কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রক
বন মন্ত্রক
৭. MSME এর One Stop Solutions দেওয়ার জন্য নরেন্দ্র মোদী কোন প্রযুক্তি প্ল্যাটফর্ম চালু করেন—
Champions
Up-Down
Top
Goal
৮. কোন ভারতীয় সংস্থা বহুমুখী 'সুপার এপ' তৈরি করার সম্ভাবনা বের হয়েছে—
Witt
Revon
Reliance
Lakme
৯. SKOCH State of Governance 2019 রেঙ্কিং অনুসারে শীর্ষস্থানীয় ভারতীয় রাজ্য কোনটি—
বিহার
গুজরাট
ত্রিপুরা
মধ্যপ্রদেশ
১০. ভারত মডেল স্পোর্টস ভিলেজ Bahadurpur এবং Kheri Veran গ্রাম যে রাজ্যের অন্তর্গত—
উত্তরপ্রদেশ
সিকিম
ঝাড়গ্রাম
আসাম
১১. স্টার্ট আপ এডভাইজরি কাউন্সিলের চেয়ারম্যান কাকে নির্বাচিত করা হয়—
বাণিজ্যমন্ত্রী
মুখ্যমন্ত্রী
অর্থমন্ত্রী
রাজ্যপাল
১২. কোন সময় থেকে ভারত ইউরো-৬ গ্রেড জ্বালানি ব্যবহার করার সিদ্ধান্ত নেয়—
৬ জানুয়ারি
১ এপ্রিল
১৫ এপ্রিল
২০ ডিসেম্বর
১৩. যে রাজ্যের আইনসভার স্পিকারকে আদর্শ বিধান পরিষদ চেয়ারম্যান পুরস্কার দেওয়া হয়—
কেরালা
মধ্যপ্রদেশ
ত্রিপুরা
পশ্চিমবঙ্গ
১৪. বিশ্বের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম যার দৈঘ্য ১৪০০ মি. ও প্রস্থ ১০ মি. সেই স্টেশনটি যেখানে নির্মিত হচ্ছে—
গোয়া
কেরালা
মধ্যপ্রদেশ
হুবলি, কর্ণাটক
১৫. দাদরা নগর হাভেলি এবং দমন ও দিউ এর রাজধানীর নাম হল—
নোকট
পিয়ন
সিরিয়া
দমন
ক্যুইজ ৫৫-এর উত্তর
১. হর্ষবর্ধন
২. মহারাষ্ট্র
৩. হর্ষবর্ধন
৪. CISF
৫. ভারত
৬. N Ram
৭. মালালা ইউসুফজ্যাই
৮. প্রিয়া প্রকাশ
৯. প্রতাপ চৌহান
১০. Vinay Badheswar
১১. এস কে বড়ুয়া
১২. অর্মত্য সেন
১৩. Dr. Rajiv Joshi
১৪. Abdelouhab Assaui
১৫. রাম সেবক শর্মা
0 Comments