জ্বলদর্চি

ক্যুইজ-৫৭/ সাগর মাহাত

ক্যুইজ-৫৭/ সাগর মাহাত

১. অম্ববতী বাংলা কোন মাসে অনুষ্ঠিত হয়—
বৈশাখ
আষাঢ়
শ্রাবণ
মাঘ

২. প্রয়াত বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের নামানুসারে কোন শহরের বাসস্ট্যান্ড এর নামকরণ করা হয়—
পাটনা
আম্বালা
রাঁচি
গিরিধাম

৩. ধন্বন্তরী প্রকল্প চালু করে যে রাজ্য—
আসাম
অরুণাচলপ্রদেশ
পশ্চিমবঙ্গ
বিহার


৪. ভারতের যে রাজ্যে বাঘের সংখ্যা সবথেকে বেশি—
মধ্যপ্রদেশ
তামিলনাড়ু
অরুণাচলপ্রদেশ
মধ্যপ্রদেশ


৫. গত পাঁচ বছরে গির জাতীয় উদ্যানের এশিয়াটিক সিংহের সংখ্যা কত শতাংশ বৃদ্ধি পেয়েছে—
৩০%
২৯%
১৫%
২৮%


৬. 'দেবিকা' ও 'পুনেজা' নামে সেতু জম্মু ও কাশ্মীরে উদ্বোধন করেন—
মমতা বন্দ্যোপাধ্যায়
জিতেন্দ্র সিং
নরেন্দ্র মোদী
কেজরিওয়াল


৭. ভারতে প্রথম ও সবথেকে বড় Walk Through Aviary অবস্থিত—
মূম্বই
পুরী
কলকাতা
পাটনা

৮. কেন্দ্রীয় সরকার প্রভিডেন্ট ফান্ডের অবদানের হার কমিয়ে যত শতাংশ করেছে—
৫ শতাংশ
১০ শতাংশ
১১ শতাংশ
১ শতাংশ

৯. কেন্দ্রীয় জলমন্ত্রীর নাম—
গজেন্দ্র সিং শেখাবত
মাধব প্যাটেল
স্মিতি দাশ
মহাদেব ঘোষ


১০. UDAN প্রকল্পের আওতায় ২০২৪ সালের মধ্যে কেন্দ্রীয় সরকার কতগুলি বিমানবন্দর স্থাপনের ঘোষণা করেছে—
৫০০ টি
১০০টি
১১০ টি
১২০ টি

১১. কোন বছর ভারতীয় রেলওয়েকে ১০০% ইলেকট্রিফিকেশন করার লক্ষ্য দিয়েছে ভারত সরকার—
২০৫০
২০২৩
২০২৪
২০৩০


১২. আইন পরিষদ বাতিল করার জন্য একটি প্রস্তাব পাশ করে কোন রাজ্যের মন্ত্রীসেবা—
অন্ধ্রপ্রদেশ
নাগাল্যান্ড
আসাম
গোয়া

১৩. কত তম বৃহত্তম অপরিশোধিত ইস্পাত উৎপাদনে পরিণত হয়েছে ভারত—
পঞ্চম
দ্বিতীয়
ষষ্ঠ
চতুর্দশ

১৪. ভারতীয় রেলপথ 'মেড ইন ইন্ডিয়া' নামে যে লোকোমোটিভ চালু করেন সেটির নাম—
WIPSC
WAG12
ZIPO
3PI2

১৫. কোন রাজ্য সরকার গ্রামীন মহিলাদের নিরাপদ প্রসবের জন্য 'দিদি যান পরিসেবা' শুরু করেন—
গোয়া
পশ্চিমবঙ্গ
মধ্যপ্রদেশ
ত্রিপুরা

🍂

ক্যুইজ ৫৬-এর উত্তর
১. উড়িষ্যা
২. পুদুচেরি
৩. প্রণব কুমার দাস
৪. পদ্মবিভূষণ, পদ্মভূষণ, পদ্মশ্রী
৫. মহারাষ্ট্র
৬. কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রক
৭. Champion
৮. Reliance
৯. গুজরাট
১০. উত্তরপ্রদেশ
১১. বাণিজ্যমন্ত্রী
১২. ১ এপ্রিল
১৩. কেরালা
১৪. হুবলি, কর্ণাটক
১৫. দমন

Post a Comment

0 Comments