জ্বলদর্চি

ঈশ্বর কি এডাপ্ট হয়ে গেছে /সুব্রত মাইতি


ঈশ্বর কি এডাপ্ট হয়ে গেছে

সুব্রত মাইতি


রাস্তা জুড়ে ঈশ্বরকে নিয়ে উদ্দাম নাচ!ঈশ্বর বুঝি অতিষ্ঠ হন না। চাকচিক্যময় অভিজাত হুজুগ দখল নিয়েছে অধিকারের যাঁতাকল। ঈশ্বর ত্রস্ত হন না শংকিত হন তিনিই জানেন। আমি পিটপিটে চোখে আড়াল থেকে দেখি।হয়তো এটাই শালীনতা কিংবা সভ্যতার সংস্করণ। যানবাহনের জটে কিংবা শব্দে দরজা জানালার গায়ে জ্বর হয়।ঠিক তাই! তবে এই মুহূর্তে সাম্রাজ্যের এক একজন সম্রাট, কেউ কারো তোয়াক্কা করে না। এখানে অনায়াসে শব্দ দানবের দামামা বাজিয়ে জানালার কাঁচ ভেঙ্গে কয়েক মাইল অতিক্রম করা যায়। তখনই রেডিওতে চলছে যুক্তি তক্ক অনুষ্ঠানে শব্দ দূষণের কুফল। কে শোনে কার কথা। 

    আসলে লাগামছাড়া হয়ে গেলে, তাকে ধরে রাখা কিংবা ফেরানো বড্ড কঠিন। যদি কেউ কিছু একটু বলতে গেল,রে রে করে তাড়া খেতে হয়। শাসন কোথাও আছে বলে মনে হয় না। কারণ ঈশ্বর তিনিই নিজে নিরুপায়। এই অকথ্য অত্যাচার সহ্য করতে করতে হয়তো ঈশ্বর এডাপ্ট হয়ে গেছেন।প্রজাকুল আজকাল এতটাই অপ্রত্যাশিত ভক্তি আর সবিনয় নিবেদনে মত্ত, ঈশ্বর তিনিও মডার্ণ হয়ে গেছেন।

    যেভাবে ব্যাখ্যা করা হোক না কেন আসলে এক বীভৎসতার দিকে ক্রমশ এগিয়ে চলেছি।হয়তো একটু বেশি বলা হবে, প্রকৃতপক্ষে ধ্বংস আসন্ন হলে সবাই কেটে পড়ে।এখানেও ঠিক তাই ঈশ্বর কেটে পড়েছেন।এই উন্মাদ ভক্তি আর জাঁকজমক আয়োজন ঈশ্বর সহ্য করতে পারছেন না। না হলে এই বীভৎসতার বিচার তিনি নিশ্চয়ই করতেন। অন্তত কিছু নৈশ স্তব্ধতায় আমাদের জড়িয়ে রাখতেন। বাস্তবে নৈশ স্তব্ধতা টুকু ও কেড়ে নিয়েছে হাড়হিম করা ভক্তি আর চাকচিক্যের মায়াময় আলো।

   পরম ঈশ্বরের কাছে নীরবে অঞ্জলি, এ সংকটের অন্তিম মুহূর্তে  ধরিত্রীর বুকে একটু নির্জনতা শান্তি সুষ্ঠু 

একটু চেতনা ফিরিয়ে দাও।আগামীর জন্য অন্তত একটু ভালো করো ঈশ্বর, ওরা অনেক ছোট নির্বোধ ওদের ভালো করো, ওদের ভালো রেখো ঈশ্বর। 

🍂


Post a Comment

1 Comments

  1. ঈশ্বর কি এডাপ্ট হয়ে গেছে / সুব্রত মাইতি র এই উল্লেখ যোগ্য প্রতিবেদন টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কালোপযোগী। যুগ রুচি বলুন আর, যুগ সংকট বলুন; ঈশ্বরের প্রতি ভক্তির পরাকাষ্ঠা সত্যিই আজ হাস্যস্পদ ও বেদনাদায়ক। ঈশ্বর কে নিয়ে মানুষের উন্মাদনা র শেষ নেই। যেখানে ভয়, ভক্তি- প্রীতি কোনটাই নেই। কবি সুব্রত মাইতি সুক্ষ্ম সমাজতাত্ত্বিকের দৃষ্টি তে দেখেছেন সমাজের প্রকৃত লজ্জা জনক চেহারা।.... প্রতিবেদনে র শেষে আশাবাদী কবি- প্রাবন্ধিকের বক্তব্যে র সাথে সহমত হয়ে আশা রাখলাম মানবতার কাছেই। নরদেবতাই শ্রেষ্ঠ দেবতা। ধন্যবাদ🙏💕 সুব্রত মাইতি মহাশয় কে।

    ReplyDelete