গুচ্ছ কবিতা / বিকাশ মন্ডল
——————————————
চাট্টি পদ্য
১. এইসব কাঁটাতার
ধুলো শুঁকতে শুঁকতে কুকুর দৌড়ে চলে....
কুকুর কেন যে দৌড়ে চলে কে জানে
ধুলো শোঁকে, দাঁড়ায়
তারপর পিছনের ঠ্যাং তুলে —
ভাবভঙ্গি দেখে মনে হয়
এটা ওর পাড়া, নিজস্ব টেরিটোরি
বেপাড়ার কুকুর ঘেউঘেউ করে যদি হঠাৎ
ভাবি, এবার যুদ্ধ শুরু হবে
কী সীমান্ত নিয়ে বৈঠকের দিনক্ষণ
২. রাজনীতির লোকজন
কাউকে শত্রু ভাবতে ভাল্লাগে না
তবে, রাজনীতির লোকজনদের থেকে
একটু দূরে দূরে থাকি
কেননা ভোটে জিতে গেলে
ওদের হ্রস্ব-ই দীর্ঘ-ঈ জ্ঞান থাকে না
আর হেরে গেলে ভেজা-বেড়াল
ভাজা মাছ উল্টে খেতে জানেনা
শত্রুতা দূরের কথা
মনে হয়, একটা আইসক্রিম কিনে দিই
৩. ওঠো,জাগো
ও-ই পোড়োবাড়িটি দেখলে রূপকথা মনে আসে
ওখানে প্রদীপ জ্বলেনা সন্ধেবেলা
না-একটা লন্ঠন কী হ্যারিকেন
তবে, ঝিঁঝি ডাকে
জোনাকিরা ওড়াউড়ি করে সারারাত
হয়তো কোনো একটা ঘরে, পালঙ্কে
শুয়ে আছে এক সুন্দরী কন্যে —
রোজ ভাবি
কাল যাবো, আর তাকে জাগাবো....
৪. অন্য কিছু চাই
সংক্রান্তি আজ বোশেখের খাঁ-খাঁ করছে দুপুর
এমন দুপুরে, এক দৃশ্যের কাছে যাই :
টিপটিপ বৃষ্টি হচ্ছে সকাল থেকে
টোকা মাথায়
ভজহরি চলেছে কম্পাউন্ডার- বাড়ি
রাস্তায়, মাঠে প্যাচপেচে কাদা
ক'টা বক খুঁটে খুঁটে তুলছে কেঁচো....
0 Comments