বাংলা প্যারোডি কবিতা, পর্ব -- ২৬
খুদে ছেলে
ভাস্করব্রত পতি
খুদে ছেলেদের মাথায় তুলি,
দাপিয়ে বেড়ায় পথে পথে।
অবাক চোখে কেবল দেখি,
উড়ছে সহানুভূতির রথে।
স্নেহের বারিষ তাঁদের পানে,
বেবাক মানুষ নীরব গানে।
খুদে পাখি
লীলা মজুমদার
খুদে পাখি মাথায় তুলি,
উড়িয়ে দিলাম আকাশ পথে।
অবাক হয়ে তাকিয়ে দেখি,
যাচ্ছে চড়ে সোনার রথে,
মাঝগগনের সূর্য পানে,
ভরিয়ে ধরা গন্ধে গানে।
0 Comments