জ্বলদর্চি

শান্তবুড়োর দাদাশ্বশুরের /ভাস্করব্রত পতি


বাংলা প্যারোডি কবিতা, পর্ব -- ২৪
শান্তবুড়োর দাদাশ্বশুরের

ভাস্করব্রত পতি

শান্তবুড়োর দাদাশ্বশুরের
         পাঁচ ভাই থাকে মালদায়। 
ধুতিগুলো তাঁরা তেলঝাল করে
          ডাল দেয় তাঁরা গলদায়।

কোনও কথা বলে পাছে লোকজনে, 
তুলো দিয়ে সাঁটা থাকে দুই কানে। 

ঝাল দেয় তাঁরা পিঠা ও পায়েসে
         মিঠা চপ খেতে যায় ঝালদায়। 
জলঢালা ভাত খাবে বলে তাঁরা
           আলু ভেজে মাখে ডালদায়।

🍂

ক্ষান্তবুড়ির দিদিশাশুড়ির

রবীন্দ্রনাথ ঠাকুর

ক্ষান্তবুড়ির দিদিশাশুড়ির 
       পাঁচ বোন থাকে কালনায়। 
শাড়িগুলো তারা উনুনে বিছায়,
       হাঁড়িগুলো রাখে আলনায়। 

কোনো দোষ পাছে ধরে নিন্দুকে 
নিজে থাকে তারা লোহা সিন্দুকে। 

টাকাকড়ি গুলো হাওয়া খাবে ব’লে 
         রেখে দেয় খোলা জালনায়। 
নুন দিয়ে তারা ছাঁচিপান সাজে, 
         চুন দেয় তারা ডালনায়।

Post a Comment

0 Comments