জ্বলদর্চি

ভোট ঐ /ভাস্করব্রত পতি

বাংলা প্যারোডি কবিতা, পর্ব -- ২৫

ভোট ঐ

ভাস্করব্রত পতি

এই দেখ বন্দুক, তরোয়াল এ হাতে, 
এই দেখ মিডিয়ায় ভরা কত লেখাতে। 
ভোট এই বঙ্গেতে, রঙ্গতে ভরা তায় --
গুলি বোমা নানচাকু, কত জন কত খায়;
বুক মাঝে গুলি খেলে লাল ব্লাডে চটচট, 
পড়ে থেকে রাস্তায় করে শুধু ছটফট। 
ডাকাতের মুখোমুখি মিছে মাথা ঘামিয়ে, 
পেয়ে গেছি ক্যালানিটা সাথে সাথে আমি এ। 
বিপ্লবী বুক খানা, করে যদি টনটন --
লাঠিধারী দাদা এসে জ্বেলে দেবে লন্ঠন। 
তাতে যদি নাই মেটে প্রাণে জমা খটকা, 
উঠোনেতে পড়বেই 'পেটো' নামা পটকা! 
চুপচাপ শুয়ে পড়ো, খাওয়া দাওয়া গুছিয়ে, 
কেউ আর ঘাঁটাবে না, মিছিমিছি খুঁচিয়ে। 
এ বাজারে নেতা হবে? বলো আর পারো কে? 
কাটমানি, তোলাবাজি, চিটিংয়ের আরকে!
মিথ্যায় ভেজা মুখ, ভরা ঝাঁঝি লঙ্কায়, 
মাইকটা হাতে নিয়ে জনগণে চমকায়।
ভোট এলে জ্বলে ওঠে, শাসকের অরণী, 
সাদা থান ভেট যায়, ইতিহাসে পড়নি? 

🍂


নোটবই

সুকুমার রায়

এই দেখ পেনসিল, নোটবুক এ হাতে, 
এই দেখ ভরা সব কিলবিল লেখাতে। 
ভালো কথা শুনি যেই চট্‌পট্ লিখি তায় — 
ফড়িঙের ক'টা ঠ্যাং, আরশুলা কি কি খায়; 
আঙুলেতে আটা দিলে কেন লাগে চটচট, 
কাতুকুতু দিলে গরু কেন করে ছটফট। 
দেখে শিখে প'ড়ে শুনে ব'সে মাথা ঘামিয়ে 
নিজে নিজে আগাগোড়া লিখে গেছি আমি এ। 
কান করে কট্ কট্ ফোড়া করে টন টন
ওরে রামা ছুটে আয়, নিয়ে আয় লন্ঠন। 
কাল থেকে মনে মোর লেগে আছে খট্‌কা, 
ঝোলাগুড় কিসে দেয়? সাবান না পট্‌কা? 
এই বেলা প্রশ্নটা লিখে রাখি গুছিয়ে, 
জবাবটা জেনে নেব মেজদাকে খুঁচিয়ে। 
পেট কেন কাড়ায় বল দেখি পার কে? 
বল দেখি ঝাঁজ কেন জোয়ানের আরকে? 
তেজপাতে তেজ কেন? ঝাল কেন লঙ্কায়? 
নাক কেন ডাকে আর পিলে কেন চমকায়? 
কার নাম দুন্দুভি? কার নাম অরণি ? 
বলবে কি, তোমরা তো নোটবই পড়নি।

Post a Comment

0 Comments