জ্বলদর্চি

ক্যুইজ-৬১/ সাগর মাহাত

ক্যুইজ-৬১/ সাগর মাহাত

১. মার্কিন ভাষাবিজ্ঞানীদের কাছে দশক সেরা 'Natural Pronoun' কী—
you
she
he
they

২. Tatmadau যে দেশের সামরিক বাহিনীর নাম—
নেপাল
মায়ানমার
ইন্ডিয়া
ভুটান

৩. সামাজিক দূরত্ব বজায় রাখতে সাহায্যকারী সংস্থা—
গুগল
ফেসবুক
ইনসটাগ্রাম
ইউটিউব


৪. শিলং যে রাজ্যের শহর—
আসাম
মেঘালয়
মনিপুর
উত্তরাখণ্ড


৫. ভারতের প্রথম প্লাস্টিক মুক্ত বিমান বন্দর—
ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর
নেতাজি বিমানবন্দর
পুনে বিমানবন্দর
মুম্বাই বিমানবন্দর 


৬. আত্মনির্ভর ভারতকে চেতনা জাগাতে গাওয়া জয়তু ভারতম নামক গান যার গাওয়া—
আশা ভোঁসলে
লতা মঙ্গেশকর
অলকা ইয়াগইন
কবিতা কৃষ্ণমূর্তি


৭. করোনা ভাইরাসের উৎপত্তি—
চিন
আমেরিকা
জামাইকা
ভারত

৮. তৃতীয় সর্বাধিক কথ্য ভাষার নাম—
হিন্দি
বাংলা
ইংলিশ
নাইজেরিয়া

৯. যে দেশে বিশ্বব্যাপী সবথেকে বেশি শিশুর জন্ম হয়—
ভারত
চিন
জাপান
বাংলাদেশ


১০. এনিমেটেড গ্রাফিক্স স্টাট আপ GIPHY অধিগত করেছে যে সংস্থা—
ফেসবুক
ইউটিউব
গুগল
ইনসটাগ্রাম

১১. অম্বুবাচি মেলা হয়—
উত্তরাখণ্ড
আসাম
পশ্চিমবঙ্গ
ঝাড়খন্ড


১২. ICC মহিলা T20 বিশ্বকাপে কতগুলি দেশ অংশগ্রহণ করে—
১০
১২

১৩. কোথায় অবস্থিত ক্রেডিট রেটিং এজেন্সি মুভির সদর দপ্তর—
ইন্ডিয়া
নিউইয়র্ক
ভুটান

১৪. যে রোগ নিয়ন্ত্রণের জন্য রোগী ব্যবস্থাপনার ব্যবস্থা NIKSAY—
যক্ষা
জ্বর
ডেঙ্গু
কাশি


১৫. বিশ্বে বৃত্তম Contact tracing মোবাইল এপ্লিকেশনের নাম—
আরোগ্য সেতু
ব্যাক
ওয়াল্ড
পাওয়ার
🍂

ক্যুইজ ৬০-এর উত্তর
১. জসমিল ভাল্লা
২. ভারত
৩. প্রকাশ জাভাদেকার
৪. উত্তরাখণ্ড
৫. প্রধধানমন্ত্রী
৬. উত্তরপ্রদেশ
৭. কেরালা
৮. দামিনী
৯. সুকন্যা
১০. শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক
১১. সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক
১২. উত্তরপ্রদেশ
১৩. মনিপুর
১৪. হরিয়ানা
১৫. তৈলবীজ

Post a Comment

0 Comments