জ্বলদর্চি

আমার জীবনের ঘটনা-২২/মলয় রায় চৌধুরী

আমার জীবনের ঘটনা-২২
মলয় রায় চৌধুরী 

এডওয়ার্ড সাঈদ ও প্রতিষ্ঠান

এডওয়ার্ড সাঈদ এসেছিলেন কলকাতায়, নেতাজি ভবনে, সৌগত বসুর ডাকে, বক্তৃতা দিতে ।

 বক্তৃতা দিতে-দিতে সাঈদ বার বার প্রতিষ্ঠানবিরোধিতার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করছিলেন । 

আমি বসে ছিলুম পেছনের সারিতে কেননা সামনের সারি ছিল কলকেতিয়া কেঁদোদের জন্য । আমন্ত্রিতরা, বলা বাহুল্য, সবাই ছিল কলকাতার প্রাতিষ্ঠানিক ক্ষমতার চাঁই । 

প্রশ্নোত্তরের সুযোগ আসতেই আমি বললুম যে, “স্যার, আপনি এতোক্ষণ প্রতিষ্ঠানবিরোধিতার কথা বলছিলেন, অথচ এখানে তো সামনের সারিগুলোয় বসে আছেন পশ্চিমবাংলার তথা ভারতের প্রাতিষ্ঠানিক কর্তারা ।” 

সৌগত বসু, আশা করেননি যে এরকম একটা প্রশ্ন কেউ ছুঁড়ে দিতে পারে । 

উনি তড়িঘড়ি উঠে দাঁড়িয়ে বললেন যে, “এই কনট্রোভার্সি ডিসকাস করার মতো আমাদের হাতে সময় নেই, পরের বার উনি আসলে আমরা বিষয়টা নিয়ে আলোচনা করব ।”  

আর আসা হয়নি । 

উনি মারা যান ২০০৩ সালে । 

সৌগত বসুর এড়িয়ে যাওয়াটা স্টেটসম্যন পত্রিকায় সংবাদ হিসাবে বেরিয়েছিল ।

 সাঈদ পড়ার পরই উত্তরঔপনিবেশিকতা সম্পর্কে আমার ভাবনাচিন্তার খোলোসা হয়েছিল ।

কিন্তু বাঙালির মগজে এখনও ইস্ট ইন্ডিয়া কোম্পানির পতাকা ওড়ে।

🍂


Post a Comment

0 Comments