কয়েকটি ছড়া
মলয় সরকার
রান্না
রাঁধুনীকে-
কেন মা, মরিচ দাও
তুমি এত রান্নায়!
তাই রোজ খেতে বসে
ভাসি আমি কান্নায়।
রাঁধুনী-
দিই না মরিচ বেশি
তরকারী রাঁধলে,
মিছিমিছি তুমি শুধু
খেতে বসে কাঁদলে।
গিয়েছি গ্রামের দেশে
গৌহাটি এবারে-
এনেছি তো গোটা কয়
'ভোট জলকিয়া'রে।
তার শুধু গোটা কয়
দিয়েছি তো রান্নায়,
তাই হল এত দোষ?
ভাসালে যে কান্নায়-
ডিএ
আমার সময় কাটে সদাই
বন্ধুদের নিয়ে,
কখন চলে ঠাট্টা মজা
কখন খানা পিয়ে।
রাজা উজির মারেন সবাই
আড্ডাটা জমাট-
বয়সকালের বুড়ো সবাই
ভদ্রতা নিপাট।
আছেন এক ভদ্রলোক-
ভদ্র মানুষ ভারি,
সব সময়েই দেখি তিনি
করেন পায়চারি।
দেখা হলেই বলেন কথা
একটি জিনিস নিয়ে-
'আচ্ছা দাদা বলতে পারেন
বাড়লো কটা ডি এ?'
চড়ুই
চড়ুই চড়ুই চড়ুই-
ঠ্যাঙদুটো তোর সরুই,
পড়াশোনার নাইকো বালাই-
করিস কেবল পালাই পালাই;
এবার সবাই বলবে তোকে,
নিছক একটা গরু-ই।
1 Comments
ভালো হয়েছে ছড়া।
ReplyDelete