ইতি , তোমাদেরই স্নেহের.../ সঞ্জীব ভট্টাচার্য

 ইতি , তোমাদেরই স্নেহের.......

  সঞ্জীব ভট্টাচার্য 

তোমাদেরকে মনে পড়লে 
মাথায় রাখো হাত,
চারদিকেতে ভূমি রুক্ষ 
হঠাৎ  জলপ্রপাত -

পথ হারালে দিক চেনাও 
নতুন ভাবে হাঁটি
তোমরাই তো ঠিক এখনো 
 প্রাণে সোনার কাঠি।

তোমরা মানে খোলা আকাশ 
আকাশ মানে নীল 
তারই মাঝে দেখতে পাই
সূর্য চাঁদে মিল,

তোমরা মানে মেঘের ডাক 
 বনের মাঝে বৃষ্টি
নিজের মত বাঁচতে পারা
নতুন তর সৃষ্টি

খুঁজে বেড়াই হন্যে হয়ে
ছায়াই শুধু পাই
ছায়ার পায়ে চির জীবন 
ঋণেই  থেকে যাই।


আমার রাধাকৃষ্ণন 
             
আমার   রাধাকৃষ্ণণ ঘুরে বেড়ায় 
একলা খোলা মাঠে
সময় এলে শস্য ফলায় 
শস্য গন্ধে হাঁটে,

ভরা নদী নৌকো চালায়
জীবন চালায় গানে
জলে মাখা নরম বাতাস 
 প্রাণটা কোথায় জানে

ইচ্ছে মত মাটি কোপায় 
মাটিতে কান রাখে
আকাশ যখন জাপ্টে ধরে
গাছের ছবি দেখে।

আমার   রাধাকৃষ্ণন ঘুম ভাঙলেই 
              কাজের মধ্যে ডোবে
             ছেলে পড়তে বসে যখন 
              ঘুম  চোখে রাত জাগে,
       
              সপ্ন দেখায় রাস্তা গড়ে
              সঙ্গে নিয়ে চলে
               মানুষ বাঁচে মানুষ এগোয় 
                নতুন দিনে কালে।

আমার   রাধাকৃষ্ণন  খোঁজো কোথায়
              রাধাকৃষ্ণনেই আছে 
              বুকের ভেতর রাখি তাকে
              হারিয়ে যায় পাছে।
🍂

Post a Comment

0 Comments