জ্বলদর্চি

নতুন আবোল তাবোল /ভাস্করব্রত পতি

বাংলা প্যারোডি কবিতা, পর্ব -- ৩৮
নতুন আবোল তাবোল

ভাস্করব্রত পতি

স্পেনের মাঠে ফুটবলে
ঘুম ভেঙে মোর মন দোলে
আত্মভোলা স্বপ্ন আজ
জানিয়ে দেওয়া আমার কাজ
বিশ্বকর্মা বাজায় খোল
বল হরিবল হরিবোল! 
জবর খবর বলছি আজ
শিল্প হবে মিলবে কাজ
তাক ধিনাধিন ঝপাং ঝাঁই
উড়ে এলাম হেথায় তাই
দাদাগিরির গান বাজে
শিল্পগুলো খই ভাজে! 
বেকার ছেলের চোখের জল
বাংলা জুড়ে নামছে ঢল
ইস্পাতে মোর খুশির সুর
লঙ্কা দেওয়া ঝালের পুর
আজকে আমার গলার স্বর
আনন্দেতে বাঁধছে ঘর! 
বাধা দেওয়ার কেউতো নেই
খা সব তোরা ঘুঁটের ছাই
ক্যাটাং ক্যাটাং খটর খট
চার ছক্কা মার ঝটর পট
গুপ্ত প্রাণে সুপ্ত প্যাঁচ
কালকে মাঠে ক্রিকেট ম্যাচ! 
আমার হাতের ব্যাটের সাথে
মিশিয়ে দিলাম আলু ভাতে
বুঝবে যাঁরা সাচ্চা লোক
কাঁদিস কেন? কিসের শোক? 
আয়রে দেবো ভেলি গুড়
চিত্তে আমার গানের সুর! 
ভূতের ছানা থাক কাদায়
শত্রুগুলোর মরণ আয়
প্যাংলা মুখে দেঁতো হাসি
কল্প কথা রাশি রাশি
ঘুমের ঘোরে বকছি বাজে
শুনলে পরে লাগবে কাজে! 

🍂

আবোল তাবোল
সুকুমার রায়

মেঘ মুলুকে ঝাপসা রাতে,
রামধনুকের আব্‌ছায়াতে,
তাল বেতালে খেয়াল সুরে,
তান ধরেছি কন্ঠ পুরে।
হেথায় নিষেধ নাইরে দাদা,
নাইরে বাঁধন নাইরে বাধা।
হেথায় রঙিন আকাশতলে
স্বপ্ন দোলা হাওয়ায় দোলে
সুরের নেশার ঝরনা ছোটে,
আকাশ কুসুম আপনি ফোটে
রঙিয়ে আকাশ, রঙিয়ে মন
চমক জাগে ক্ষণে ক্ষণ।
আজকে দাদা যাবার আগে
বল্‌ব যা মোর চিত্তে লাগে
নাই বা তাহার অর্থ হোক্
নাই বা বুঝুক বেবাক্ লোক
আপনাকে আজ আপন হাতে
ভাসিয়ে দিলাম খেয়াল স্রোতে।
ছুট্‌লে কথা থামায় কে?
আজকে ঠেকায় আমায় কে?
আজকে আমার মনের মাঝে
ধাঁই ধপাধপ্ তবলা বাজে—
রাম–খটাখট্ ঘ্যাঁচাং ঘ্যাঁচ্
কথায় কাটে কথার প্যাঁচ্।
আলোয় কাটে অন্ধকার,
ঘন্টা বাজে গন্ধে তার।
গোপন প্রাণে স্বপন দূত,
মঞ্চে নাচেন পঞ্চ ভূত!
হ্যাংলা হাতী চ্যাং–দোলা,
শূন্যে তাদের ঠ্যাং তোলা।
মক্ষিরানী পক্ষিরাজ—
দস্যি ছেলে লক্ষ্মী আজ।
আদিম কালের চাঁদিম হিম,
তোড়ায় বাঁধা ঘোড়ার ডিম।
ঘনিয়ে এল ঘুমের ঘোর,
গানের পালা সাঙ্গ মোর।

Post a Comment

1 Comments

  1. গুপ্ত প্রাণে সুপ্ত প্যাঁচ 😅👍

    ReplyDelete