ক্যুইজ-৬৭/ সাগর মাহাত
১. 'হরমোন' কথার অর্থ—
উত্তেজিত করা
জাগ্রত করা
শান্ত
সবকটি
২. 'স্বেদগ্রন্থির অবস্থান—
ত্বকে
মস্তিষ্কে
লিভারে
কানে
৩. অন্ধকারে দেখতে সাহায্য করে যে কোষ—
ধারক কোষ
স্নায়ু কোষ
রেটিনা কোষ
রড কোষ
৪. পিটুইটারি গ্রন্থির অপর নাম—
স্টিমুলোটিং গ্রন্থি
সহজ গ্রন্থি
প্রভুগ্রন্থি
কোনোটাই নয়
৫. ইনসুলিনের অভাবে যে রোগ হয়—
মধুমেহ
রিকেট
গোলস্টার
ত্বকের সমস্যা
৬. একটি উদ্ভিদ হরমোন হল—
STH
GH
GTH
অক্সিন
৭. যে হরমোনটির প্রভাবে ব্যাঙাচির রূপান্তর ঘটে—
STH
GH
ACTO
থাইরক্সিন
৮. মিশ্রগ্রন্থি বলা হয়—
অগ্নাশয়
পাকস্থলি
যকৃৎ
ফুসফুস
৯. ইনসুলিন হরমোনের প্রভাবে রক্তে কিসের পরিমান বৃদ্ধি পায়—
লোহিত কণিকা
শ্বেত কণিকা
শরকরা
ফ্যাট
১০. কোষের মস্তিষ্ক—
ক্রোমোজোম
সেন্ট্রোজোম
নিউক্লিয়াস
সবকটি
১১. মানবদেহে জনন কোষে ক্রোমোজোমের সংখ্যা—
২৩
২০
২৪
২৬
১২. ক্রোমোজোম থাকে—
RNA
DNA
GNA
PNA
১৩. অপুংজনি দেখা যায় এমন একটি প্রাণীর নাম—
মৌমাছি
মানুষ
মশা
মাছি
১৪. অপুংজনি দেখা যায় এমন একটি উদ্ভিদ হল—
মটর
এমিবা
স্পাইরোগাইরা
কোয়াট
১৫. 'গ্যামেট'-তে যা দেখা যায়—
যৌন জনন
অযৌন জনন
অপুং জনন
পুং জনন
ক্যুইজ ৬৬-এর উত্তর
১. ১৪ জুলাই ২০২৩
২. দুপুর ২টা ৩৫ মিনিট
৩. অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে
৪. LMV3-M4
৫. ৩টি
৬. বিক্রম
৭. প্রজ্ঞান
৮. ৩৯০০ কেজি
৯. দক্ষিণ মেরু
১০. ৬১৫ কোটি
১১. ২৩ আগস্ট ২০২৩
১২. ব্যাঙ্গালোর
১৩. ৩ প্রকার
১৪. ভারত
১৫. শিবশক্তি
0 Comments